Advertisement
Advertisement
Pushpa 2

সামান্থার বদলে ‘পুষ্পা’র নাচের সঙ্গী এবার কোন নায়িকা? ফাঁস ছবি

‘উ আন্টাভা’ গানে ঝড় তুলেছিলেন সামান্থা। সেই ম্যাজিক কি এই নায়িকা ফেরাতে পারবেন?

Is it leaked still of Sreeleela and Allu Arjun from the sets of Pushpa 2, here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:November 9, 2024 2:46 pm
  • Updated:November 9, 2024 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উ আন্টাভা’, এক গানেই কাশ্মীর থেকে কন্যাকুমারীকে মোহিত করেছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ আল্লু অর্জুনের সঙ্গে কোমর দুলিয়ে এমন নাচ নেচেছিলেন, আসমুদ্র হিমাচল আজও সেই ছন্দে মুগ্ধ। তবে এবার আর ‘পুষ্পা ২’ ছবিতে সামান্থাকে দেখা যাবে না। তার বদলে আল্লুর সঙ্গী হচ্ছেন আরেক দক্ষিণী সুন্দরী। এমনই খবর শোনা গিয়েছিল। এবার ফাঁস শুটিংয়ের ছবি!

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে তেলুগু, কন্নড় সিনেমার নায়িকা শ্রীলীলাকে। অভিনেত্রীর পরনে রয়েছে সোনালি কাজ করা কালো পোশাক। অন্যদিকে আল্লুর লাল পোশাকে ফ্লোরাল ডিজাইন।

Advertisement

Pushpa 2 pic

ছবিটি আসল না নকল, সেই সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে তা শ্রীলীলার এক ফ্যানপেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার গানের শুটিংয়ের দৃশ্য।

দ্বিতীয় কোভিডকালে যখন প্রেক্ষাগৃহের মালিকরা দর্শকাভাবে ধুঁকছিলেন, তখন এই ছবি প্রায় ৩৭০ কোটির বেশি ব্যবসা করে ভারতীয় সিনেবাজার চাঙ্গা করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। এবার ‘পুষ্পা ২’র পালা। বহুদিন ধরেই আল্লু অর্জুনের এই ছবির অপেক্ষায় অনুরাগীরা। প্রথমে ছবির মুক্তির তারিখ ছিল ১৫ আগস্ট। কিন্তু পরে তা পিছিয়ে করা হয় ৬ ডিসেম্বর। অক্টোবরের শেষে আবার মুক্তির তারিখ এক দিন এগিয়ে দেওয়া হয়। আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। এই প্রথমবার কোনও প্যান-ইন্ডিয়া সিনেমা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও রিলিজ করা হবে। জানা গিয়েছে, আমেরিকায় ‘পুষ্পা’র প্রিমিয়ার শোয়ের টিকিট বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে চলেছে ২৭০ কোটি টাকা।

Pushpa 2

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement