সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে প্রয়াগরাজে উড়ে গিয়েছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) । আর এদিন মহাকুম্ভে পৌঁছেই রাতে ত্রিবেণী সঙ্গমের ঠান্ডা জলে আস্থার ডুব দিলেন গায়িকা। করজোরে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে ‘হর হর গঙ্গে, হর হর মহাদেব’ মন্ত্রোচ্চারণে পুণ্যস্নান করলেন ইমন।
কুম্ভে গান শোনাতেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন গায়িকা। বৃহস্পতিবার মহাকুম্ভের অনুষ্ঠানে গাইবেন ইমন চক্রবর্তী। তার প্রাক্কালেই বুধবার রাতে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে গিয়ে আস্থার ডুব দিয়ে এলেন। লক্ষ্মীবারে মহাকুম্ভ মেলার অনুষ্ঠানে ইমনের সাজপোশাকেও থাকছে চমক। যার নেপথ্যে রয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তিনি আগেভাগেই জানিয়েছিলেন যে, গেরুয়া বসনে সাজবেন ইমন। আর তাঁর শাড়ির পাড়ে লেখা থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বৃহস্পতিবার প্রয়াগরাজের অনুষ্ঠানে সেই শাড়িতেই দেখা যাবে ইমনকে। সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎও রয়েছেন সেখানে। প্রয়াগরাজে পৌঁছেই তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন গায়িকা। উৎসবের একেবারে অন্তিম লগ্নে বাংলার সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে প্রয়াগরাজ যেন একটুকরো বাংলা। প্রায় এক মাস আগে থেকে মহাকুম্ভ ২০২৫ (Maha Kumbh 2025)-এর প্রস্তুতি শুরু করেছিলেন ইমন চক্রবর্তী। এবার সেই স্বপ্নপূরণের দিন। তার প্রাক্কালেই পুণ্যস্নান সেরে ঈশ্বরের আশীর্বাদ নিলেন গায়িকা।
View this post on Instagram
প্রসঙ্গত, ১৪৪ বছরের মহাযোগ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্যতিথিতে। আর সেই দিনই মহাকুম্ভের (Maha Kumbha 2025) সমাপ্তি। তার প্রাক্কালেই মহাকুম্ভে যোগ দিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা কুমারের মতো টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন। পরিচালক অরিন্দম শীলও স্ত্রী শুক্লার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। সম্প্রতি শশব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে মহাকুম্ভে পৌঁছে যান অপরাজিতা আঢ্যও। আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন বলিউড সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ (Maha Kumbh 2025) জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.