সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন সস্তা নন! ভাইজানকে নিয়ে এসব চলবে না! সোশাল মিডিয়ায় সলমন ভক্তদের তুমুল হইচই। সলমনের এমন অপমান একেবারেই সহ্য হচ্ছে না তাঁর অনুরাগীদের। তাই একটাই স্লোগান। বাতিল হোক ভিডিও!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। এমনিতেই সলমনের প্রাণ নিয়ে টানাটানি। একের পর এক প্রাণনাশের হুমকি বিষ্ণোইদের। তারই মাঝে শুটিং করছেন, ভাইয়ের জন্মদিনে হাজির হচ্ছেন। এত কিছু কাণ্ডের মধ্যে এবার ভাইরাল সলমনের এক অ্যাকশন প্যাকড ভিডিও। যা দেখে, সলমন ভক্তরা খুশি কম, রেগে বেশি।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের বেবি জন ছবি। আর এই ছবির ক্লাইম্যাক্স নিয়েই যত গণ্ডগোল। ছবির ক্লাইম্যাক্সে হঠাৎই এন্ট্রি মারেন এজেন্ট ভাইজান। ছবির সবচেয়ে বড় চমক ফাঁস হতেই ক্ষেপলেন সল্লু ভক্তরা। অনেকের বক্তব্য, সলমনকে নিয়ে ছেলেখেলা হয়েছে। তাঁর ভিডিও কখনই ভাইরাল হওয়া উচিত নয়। এমনকী, ভিডিও ডিলিট করার ডাকও দিলেন অনেকে।
প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেব সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.