Advertisement
Advertisement

Breaking News

Hero Alam

রাজনীতি থেকে বিরতি ঘোষণা হিরো আলমের! মুখ খুললেন বদলের বাংলাদেশ নিয়েও

গত বছর বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েও জিততে পারেননি আশরাফুল হোসেন।

Hero Alam announces to leave political career but continue to be media influencer

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 2, 2025 6:19 pm
  • Updated:March 2, 2025 6:42 pm  

সুকুমার সরকার, ঢাকা: তাঁর গান, অভিনয় থেকে ভাষণ – সব কিছুই আলোচনা-সমালোচনার শিরোনামে উঠে আসে। তৈরি হয় বিতর্ক। এবার নতুন এক বিবৃতি দিয়ে ফের বিতর্ক উসকে দিলেন বাংলাদেশের অভিনেতা তথা রাজনীতিবিদ হিরো আলম। বললেন, রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঘোষণা করলেন, ”বর্তমানে আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি। আমি কোনও রাজনীতিতে নেই। আমি কোনও দলে যোগদান করব না। নির্বাচনেও অংশ নেব না। আমি মিডিয়া জগতের লোক, মিডিয়াতে থাকতে চাই।”

Advertisement

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে শুক্রবার বিকেলে একটি জেন্টস স্যালোঁ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় হিরো আলম নিজের রাজনৈতিক বিরতি নিয়ে কথা বলেন। তাঁর কথায়, ”আমাদের আগে জাতীয় নির্বাচন দরকার, পরে স্থানীয় নির্বাচন। আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই। যাতে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এমন সুষ্ঠু পরিবেশ চাই।” বদলে যাওয়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হিরো আলম বলেন, ”বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় মানুষ ঘর থেকে বের হয়ে বাড়িতে ফিরবে কিনা, সে নিশ্চয়তা নেই। বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়েই চলছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। বর্তমানে আমরা দেখছি, পুলিশ প্রশাসনই নিরাপদে নেই। সেখানে জনগণ কীভাবে নিরাপত্তা পাবে?”

উল্লেখ্য, বহু বিতর্কে জড়ানো হিরো আলম গত বছর দেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে প্রার্থী হলেও তিনি জিততে পারেননি। রাজনৈতিক কেরিয়ারে হতাশাই তাঁর সঙ্গী হয়েছে। অন্যদিকে, প্রেম-বিয়ে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনেও যথেষ্ট টানাপোড়েন রয়েছে। নানা বিতর্কের মাঝে পড়ে রাজনৈতিক জীবনে ইতি টানলেন হিরো আলম। এও জানিয়ে দিলেন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ার তিনি এগিয়ে নিয়ে যাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement