Advertisement
Advertisement
Dev

বড়দিন, ‘খাদান’ আর দেব, জন্মদিনে সুপারস্টারের নয়া ভূমিকার সেলিব্রেশন

দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শেয়ার করা হল জন্মদিন স্পেশাল ভিডিও। তাতেই জানানো হয়েছে এই নয়া ভূমিকার কথা।

Happy Birthday Dev, here is the Birth Day special video by Dev Entertainment Ventures
Published by: Suparna Majumder
  • Posted:December 25, 2024 10:32 am
  • Updated:December 25, 2024 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাত ‘ফ্যামিলি’ নিয়ে ব্যস্ত ছিলেন, ‘অ্যাকশন’ তো ভোলেননি। সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেন। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা চার কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু অভিনেতা-প্রযোজক নয়, ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন দেব। সেকথা জানিয়েই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল সুপারস্টারের বার্থ ডে স্পেশাল ভিডিও। যেন এতেই নয়া ভূমিকার সেলিব্রেশন।

Dev-1

Advertisement

ভিডিও দেবের জন্মদিন স্পেশাল হলেও আদতে এ তার ভক্তদের জন্য উপহার। কারণ এটি ‘খাদান’ সিনেমার শুটিংয়ের নানা মুহূর্ত, যেখানে দেব সৃজনশীল পরিচালকের ভূমিকায় ব্যস্ত। ভিডিওর একেবারে শেষে লেখা, ‘হ্যাপি বার্থ ডে দাদা’। আর ক্যাপশনে লেখা, ‘তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহিন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায়, যেমন অনস্ক্রিনে তেমই অফস্ক্রিনে। আজ এই মানুষটার সেলিব্রেশন যিনি নিজের অসামান্য প্রতিভা নিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবারে ক্রিয়েটিভ ডিরেক্টর।’

 

২০ ডিসেম্বর, শুক্রবার একসঙ্গে চার-চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে। ‘পুষ্পা ২’-এর গুঁতোয় হল না পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। তবে মুক্তির ১২ ঘণ্টা আগেই দেখা যায়, রাজ্যজুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে ‘খাদান’। সিঙ্গল স্ক্রিনেও ‘রাজার’ দাপট। দেবের হাত ধরেই যে বাংলা কমার্শিয়াল সিনেমার সুদিন ফিরল, তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও দেব। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন টলিউড সুপারস্টার। চার দিনে ছবির আয় চার কোটি ৩০ লক্ষ টাকা। এখনও ভক্তদের উৎসাহ তুঙ্গে। অর্থাৎ পাঁচ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলা শুধুই সময়ের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement