Advertisement
Advertisement
Bohurupi

টলিউডের বক্স অফিসের হাল ফেরাল ‘বহুরূপী’, ১০ লক্ষ দর্শকের প্রেমে কত কোটির ব্যবসা এল?

ঠিক কোন ইউএসপিতে 'বহুরূপী' বাজিমাত করল?

Finally Bangla film industry has a box office hit with Bohurupi
Published by: Sandipta Bhanja
  • Posted:November 7, 2024 8:28 pm
  • Updated:November 7, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো বাজেট নেই বটে, তবে এবছর পুজোর মরশুমের বক্স অফিসে বাংলা সিনেমা কিন্তু দাপিয়ে বেড়িয়েছে। বিশেষ করে ‘বহুরূপী’ (Bohurupi)। যার রেশ রয়ে গিয়েছে দীপাবলির পরও। এদিকে দিওয়ালিতে দুই বিগ বাজেট বলিউড ছবি ‘সিংহম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’র দৌড়াত্ম্যে বাংলার প্রেক্ষাগৃহেই শো কমলেও দমে যায়নি ‘বহুরূপী’। ১০ লক্ষ দর্শকের ভালোবাসায় উপচে পড়েছে ক্যাশবাক্স।

অতঃপর, নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই যে দীর্ঘদিন বাদে বাংলা সিনেমা সুদিন দেখল, তা বলাই যায়। কোভিড পরবর্তীকালে দেব ‘টনিক’ দিয়ে চাঙ্গা করেছিলেন টলিউডের বক্স অফিসকে। তার পর একাধিক সিনেমা নিয়ে ‘হুজুগ’ দেখা দিলেও ব্যবসার মুখ দেখেনি সেভাবে বাংলা সিনেমা। তবে এবার ‘বহুরূপী’ এলেন, এক দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প দেখালেন এবং দর্শকদের মন জয় করে নেওয়ার পাশাপাশি বাংলা সিনেমার বক্স অফিসকেও চাঙ্গা করে দিলেন।

Advertisement

৮ অক্টোবর, দুর্গাপুজোর পঞ্চমীতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা প্রায় এক মাসে ১৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। ক্যাশবাক্স উপচে পড়ার পাশাপাশি সিনেসমালোচক থেকে দর্শকরাও কিন্তু নন্দিতা-শিবপ্রসাদের ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। সেই সঙ্গেই ‘বহুরূপী’র নতুন শিরোপাপ্রাপ্তি। বছরের সেরা বাংলা সিনেমার তকমা পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ আয় করা সর্বকালীন বাংলা ছবির তালিকায় পাঁচ নম্বরে নাম লিখিয়ে ফেলেছে এই ব্যাঙ্ক ডাকাতির গল্প।

ঠিক কোন ইউএসপিতে ‘বহুরূপী’র বাজিমাত হল? আসলে এই সিনেমার গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছেন গ্রামবাংলার দর্শকরাও। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যখন পর্দায় শহুরে লার্জার দ্যন লাইফের বদলে মাটির গন্ধ পান, তখন আপন করে নিতে কোনও দ্বিধাবোধ করেন না। সম্ভবত এই ম্যাজিকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে ‘বহুরূপী’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement