Advertisement
Advertisement

Breaking News

Gangu Ramsay Death

প্রয়াত ‘রামসে ব্রাদার্স’-এর গাঙ্গু রামসে

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হরর জঁর জনকের প্রয়াণে শোকের ছায়া।

Filmmaker, Cinematographer Gangu Ramsay Dies
Published by: Sandipta Bhanja
  • Posted:April 7, 2024 7:17 pm
  • Updated:April 8, 2024 8:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত-আটের দশকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর জঁর মানেই নেপথ্যে রামসে ব্রাদার্স। গা ছমছমে, রগরগে, স্যাঁতস্যাঁতে, যৌনতায় মোড়া ভুতুড়ে গপ্পো নিয়ে দর্শকদের স্বাদবদল করেছিলেন তাঁরাই। রামসে ব্রাদার্স ছিল তখন ভয়ের আরেক নাম। সেই রামসে ভাইদের অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যাঁর ক্যামেরার কাজে হিন্দি সিনেমার দর্শকরা পেয়েছিলেন হরর ঘরাণার একগুচ্ছ ছবি। খ্যাতনামা সেই সিনেম্যাটোগ্রাফারই এবার চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিলেন।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন গাঙ্গু রামসে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩। বিগত একমাস ধরেই তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। শেষমেশ রবিবার মৃত্যু হয় জনপ্রিয় এই সিনেম্যাটোগ্রাফারের। রামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবারই। এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাঙ্গু রামসে।

Advertisement

[আরও পড়ুন: ভরদুপুরে শুটিংয়ে ‘রাম’ খেয়ে নেশায় বুঁদ শাহরুখ! বাদশার মদ্যপানের ‘কীর্তি’ ফাঁস সহকর্মীর]

বাবার হাত ধরেই সিনেদুনিয়ায় পা রেখেছিলেন গাঙ্গু রামসে। এফইউ রামসে প্রযোজনা সংস্থার অধীনে তৈরি প্রায় ৫০টিরও বেশি সিনেমার ক্যামেরার দায়িত্ব সামলেছেন গাঙ্গু রামসে। সেই তালিকায় রয়েছে- পুরানা মন্দির, ভিরানা, খোঁজ, বনধ দরওয়াজার মতো একাধিক গা ছমছমে সিনেমা। নব্বইয়ের দশকে টেলিপর্দার জন্য রামসে ব্রাদার্স-এর তৈরি ‘জি হরর শো’ মারাত্মক জনপ্রিয়তা লাভ করে। রবিবার ওশিওয়াড়া শ্মসানে গাঙ্গু রামসের শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

[আরও পড়ুন: অর্থকষ্ট, হাতে সিনেমা নেই! ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদে ফেললেন আমির খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ