সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ভওয়র সিং শেখাওয়াতের কথা মনে আছে? সেই ভিলেন, যে মাথা পর্যন্ত মুড়িয়ে ফেলেছিল। এই চরিত্রে ভয়ংকর হয়ে উঠেছিলেন ফাহাদ ফজিল (Fahadh Faasil )। মালয়ালম সিনেমার একজন সুপারস্টার তিনি। যেমন অভিনয়, তেমনই জনপ্রিয়তা। কিন্তু এই তারকাই আবার ADHD রোগে আক্রান্ত। সম্প্রতি নিজেই জানিয়েছেন এই রোগের কথা।
কী এই ADHD? অ্যাটেনশন ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার। এমন এক মানসিক রোগ যাতে রোগী সবসময় অন্য কারও অ্যাটেনশন চায়। একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা যাক, কিছু বাচ্চা এমন থাকে যারা চায় তাদের নিয়েই সবাই মেতে থাকুক। একটু অন্যদিকে নজর দিলে বা অন্য কারও সঙ্গে বেশিক্ষণ কথা বললে তারা সহ্য করতে পারে না। এমন কাণ্ড ঘটাতে থাকে যাতে তাদের দিকে নজর যায়।
সাধারণত শিশুদের মধ্যেই এই ADHD রোগের প্রভাব দেখা যায়। কিন্তু ৪১ বছর বয়সে এই রোগে আক্রান্ত ফাহাদ। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে একথা জানান তিনি। রোগের কথা জানার পর ফাহাদের একটাই একটাই প্রশ্ন ছিল চিকিৎসকের কাছে, এই রোগের প্রতিকার সম্ভব? চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই ADHD রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়।
ADHD রোগের চিকিৎসা করার ক্ষেত্রে কখনও ওষুধের ব্যবহার করা হয়, আবার কখনও মনোবিদের সাহায্য নেওয়া হয়। কিছুক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। ফাহাদ জানান, তিনি এখন অনেকটাই ভালো আছেন। দক্ষিণী পরিচালক ফজিলের ছেলে ফাওয়াদ। প্রথম সিনেমার মুক্তির পরই ব্রেক নিয়েছিলেন তিনি। আমেরিকা চলে গিয়েছিলেন পড়াশোনা শেষ করতে। সেখান থেকে ফিরে এসে মালয়ালম সিনেমায় দ্বিতীয় ইনিংস শুরু করে ফাহাদ। তুমুল সাফল্য পান তিনি। তাঁকে মালয়ালম সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও বলা হয়। সম্প্রতি ‘আভেশম’ সিনেমায় রঙ্গার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন ফাহাদ। ‘পুষ্পা: দ্য রাইজ’ তাঁর প্রথম তেলুগু সিনেমা ছিল। ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাতেও তাঁকে ভওয়র সিং শেখাওয়াত হিসেবে দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.