Advertisement
Advertisement
Ed Sheeran

সেকেন্ডে ‘খতম’! এড শিরানের ইন্ডিয়া কনসার্টের ২৮ হাজারের টিকিট নিয়ে কাড়াকাড়ি

এড শিরানের কনসার্ট দেখতে ভারতে মারাত্মক উন্মাদনা।

Ed Sheeran India Concert Tickets Sell Out Within Minutes
Published by: Sandipta Bhanja
  • Posted:December 11, 2024 5:36 pm
  • Updated:December 11, 2024 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এড শিরানের (Ed Sheeran) ‘পাখির চোখ’ এখন ভারত। চলতি বছরের মার্চ মাসেই মুম্বইয়ে এসে ব্রিটিশ পপস্টার জানিয়েছিলেন, “ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সবথেকে বড় বাজার।” শিরানের মার্চের সেই উপলব্ধি যেন বছরশেষের আগে এই ডিসেম্বরেই অক্ষরে অক্ষরে মিলে গেল। তাঁর ইন্ডিয়া কনসার্টের ২৮ হাজার টাকার টিকিট সব বিক্রি হয়ে গেল নিমেষের মধ্যে।

অতিমারী উত্তরপর্বে ভারতে তেমন কনসার্ট বছর তিনেক হয়নি। তবে চব্বিশ সালে দেশি-বিদেশি শিল্পীদের কনসার্টের রমরমা এদেশে। ব্রায়ান অ্যাডামস, ডুয়া লিপারা যেমন ভারতের মেট্রো সিটি কাঁপাচ্ছেন, তেমনই ‘দেশি পুত্তর’ দিলজিৎ দোসাঞ্ঝ, বঙ্গসন্তান অরিজিৎ সিংও মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। শীতকালীন জলসা জমে উঠেছে দেশজুড়ে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল কুড়ি হাজার থেকে ত্রিশ হাজারের টিকিট বিকোচ্ছে রমরমিয়ে। নিমেষ শেষ হয়ে যাচ্ছে কনসার্টের সমস্ত টিকিট। বিতর্কের মাঝেও রেকর্ড টিকিট বিক্রি হয়েছে দিলজিতের কনসার্টের। ব্রায়ান অ্যাডামস সফর শুরুই করলেন কলকাতা দিয়ে। পাঁচ-দশ হাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত গ্যাঁটের কড়ি খরচ করে রক সম্রাটের গান শুনতে ভিড় জমিয়েছিলেন নানা বয়সের মানুষেরা। মুম্বইয়ে ডুয়া লিপার কনসার্ট ঘিরেও উন্মাদনার অন্ত ছিল না। এবার এড শিরানের মিউজিক্যাল ট্যুরের টিকিট বিক্রির রেকর্ড শুনলে তাজ্জব হতে হয়!

Advertisement

২০২৫ সালে ভারতের ৬টি শহরে কনসার্ট করবেন এড শিরান। সেই তালিকায় পুণে, হায়দরাবাদ, গুরগাঁও, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং রয়েছে। বিকেল চারটেয় অনলাইন টিকিট বুকিং শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই ৩,৫০০ টাকা থেকে ২৪ হাজারের টিকিট রমরমিয়ে বিক্রি হয়েছে। টিকিট নিয়ে সবথেকে বেশি কাড়াকাড়ি বেঙ্গালুরু এবং গুরগাওঁয়ে। শিলংয়ে সর্বোচ্চ দাম উঠেছিল ১৪ হাজার। জানুয়ারি মাসের ৩০ তারিখ পুণের শো দিয়ে ভারতে সুরেলা সফর শুরু করবেন এড শিরান। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ হায়দরাবাদ এবং ৫ তারিখে চেন্নাই শো রয়েছে। ৮ তারিখ বেঙ্গালুরু শোয়ের পর গন্তব্য শিলং। সেখানেই ১২ ফেব্রুয়ারি কনসার্ট শেষ করবেন এড শিরান। গতবার এসে বলিউডি গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ব্রিটিশ পপস্টার। এবার তাঁর কনসার্টে নজর থাকবে, হিন্দি কোনও গান শিরানের কণ্ঠে শোনা যায় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement