Advertisement
Advertisement
Ayan Sengupta

কাজ নেই একটানা দুবছর! সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান খুললেন পরিচালক অয়ন

অয়ন সেনগুপ্তর হাত ধরে টেলিপর্দায় হইচই ফেলে দিয়েছিল 'কে আপন কে পর', 'কী করে বলব তোমায়', 'এই পথ যদি না শেষ হয়'-এর মতো ধারাবাহিক।

Serial Director Ayan Sengupta opens food stall near Tapan theatr
Published by: Akash Misra
  • Posted:November 26, 2024 7:12 pm
  • Updated:November 26, 2024 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় পরিচালক অয়ন সেনগুপ্তর হাত ধরে টেলিপর্দায় হইচই ফেলে দিয়েছিল ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক। সেই পরিচালকের হাতে গত দুবছর ধরে কোনও কাজ নেই। এদিক-ওদিক কাজের চেষ্টা অবশ্য় করেছেন। কিন্তু শত চেষ্টার পরেই কাজ পাননি। শেষমেশ পুত্র-স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার চালাতে ফুটপাথেই খুললেন খাবার দোকান। তবে খাবারের দোকান খুললেও, পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না। এমনটাই জানালেন, ফেসবুক লাইভে। নেটিজেনদের চোখের সামনে তুলে ধরলেন তাঁর তপন থিয়েটারের সামনে তাঁর দোকানের ছবি।

ফেসবুক লাইভে অয়ন (Ayan Sengupta) বললেন, ”ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বার বার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না। আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন। তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।” পরিচালক জানিয়েছেন তাঁদের মেনুতে রয়েছে, খাবারের মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপের মতো আরও সুস্বাদু খবর।

Advertisement

কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন কেন অয়ন?

সংবাদমাধ্যমে অয়ন জানিয়েছেন, ”আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিন্তু গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যাঁরা নিয়মিত কাজ পাচ্ছেন, তাঁরাই নিয়মিত কাজ করছেন। আর যাঁরা কাজ পান না বা পাচ্ছেন না তাঁদের কিন্তু কাজ জুটছেই না! আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না। ”

অয়নের এই ফেসবুক লাইভের নিচে টেলিপাড়ার অনেকেই নানা মন্তব্য করেছেন। অনেকেই তাঁর লড়াকু মনোভাবকে কুর্ণিশ জানিয়েছেন। অনেকে অয়নের দক্ষতাকেও স্বীকৃতি দিয়েছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement