Advertisement
Advertisement
Diljit Dosanjh

‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, তারপর আমাকে শাসাবেন’, ‘সংস্কারি’ সরকারের চোখ রাঙানিতে ঝাঁজালো দিলজিৎ

গুজরাট সরকারের তরফেও কি আইনি নোটিস পেলেন পাঞ্জাবি পপস্টার?

Diljit Dosanjh Says He'll Stop Singing Songs About Alcohol Once It's Banned In India
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2024 10:44 am
  • Updated:November 18, 2024 1:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ততটাই বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। আর দিল্লিতে কনসার্টের পর থেকেই একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে। শনিবার হায়দরাবাদে সেইমতো নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক। এর পরই রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও নাকি গুজরাট সরকারের তরফে আইনি নোটিস পেয়েচেন দিলজিৎ। খবর শুনেই রেগে কাঁই গায়ক!

পাঞ্জাবি পপস্টার সাফ জানিয়ে দেন যে, গুজরাট সরকারের তরফে কোনও আইনি নোটিস পাননি তিনি। সেই রাজ্যে যেহেতু মদ নিষিদ্ধ, তাই সেখানে ‘অ্যালকোহল’ গানটি করেননি। কিংবা তাঁর গানের কথাতেও এহেন কোনও শব্দ ব্যবহার করেননি। নতুন করে আইনি নোটিসের খবর রটতেই এবার আরও চটে গেলেন দিলজিৎ দোসাঞ্ঝ। মঞ্চে গান গাওয়ার মাঝেই সরকারকে বিঁধতে ছাড়েননি তিনি। গায়কের মন্তব্য, “আমি আজকেও এইধরনের কোন গান গাইব না। আমার জন্যে তাৎক্ষণিক গানের কথা বা শব্দ বদলানো কোনও ব্যাপারই না। আরে আমি নিজে মদ খাই না। কিন্তু বলিউড তারকাদের অনেকে তো মদের বিজ্ঞাপনও করেন। দিলজিৎ দোসাঞ্ঝকে কিন্তু এহেন বিজ্ঞাপনে দেখবেন না কোনওদিন। আমাকে চটাবেন না। আমি যেখানে যাই সেখানে চুপচাপ নিজের অনুষ্ঠান করে বেরিয়ে আসি। তাই আমাকে কেন বিরক্ত করছেন?”

Advertisement

'No Promoting Alcohol, Drugs': Diljit Dosanjh Gets Notice Ahead Of Hyderabad Concert

এরপরই সরকারকে তোপ দেগে পাঞ্জাবি পপস্টারের মন্তব্য, “আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই দিলজিতের প্রশ্ন, এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে। যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছিস সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।” অনুরাগীদের কথায়, ‘সংস্কারি’ সরকারকে একেবারে ধুয়ে দিলেন দিলজিৎ দোসাঞ্ঝ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement