Advertisement
Advertisement

Breaking News

Diljit Dosanjh

‘ভারতে আর শো নয়’, মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলজিতের

হঠাৎ এমন কেন বললেন দিলজিৎ?

Diljit Dosanjh announced that he will no longer hold concerts in India

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Akash Misra
  • Posted:December 16, 2024 6:57 pm
  • Updated:December 16, 2024 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য কলকাতায় এসে তিলোত্তমার মন জিতেছিলেন পাঞ্জাবি পপস্টার  দিলজিৎ দোসাঞ্ঝ। শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজে ঢুঁ মেরে বাঙালিয়ানায় ডুব দিয়েছিলেন গায়ক। তাঁর এই কলকাতা ভ্রমণের ভিডিও সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। কলকাতার মানুষও দিলজিতকে খালি হাতে ফিরে যেতে দেননি। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। তবে শুধু কলকাতা নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিৎ অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। চণ্ডীগড়েও একই দৃশ্য। কিন্তু দিলজিৎ সবার দিল জিতলেও, তাঁকে ঘিরে এত উন্মাদনা হলেও, দিলজিতের মন জয় করতে পারল না এদেশ। আর সেই কারণেই ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের মঞ্চ থেকে দিলজিৎ সোজা বলে উঠলেন, আর কোনও দিন ভারতে কনসার্ট নয়! দিলজিতের এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

তা হঠাৎ এমন কেন বললেন দিলজিৎ?

Advertisement

সোশাল মিডিয়ায় দিলজিতের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন, ”এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আসলে এর নেপথ্যে রয়েছে অর্থর অভাব। আমি বলব লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনওদিন ভারতে শো করব না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karanveer singh (@karanveerfilms)

প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা ছিল, ততটাই বিতর্কের শিরোনামে থেকেছে! ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। যার জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিৎ নিজেও। মঞ্চে উঠেই পাঞ্জাবি পপস্টার জানিয়েছিলেন, “আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই দিলজিতের প্রশ্ন, এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে। যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছিস সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement