সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রভাব এবার টলিউডে। পিছিয়ে গেল দেবের ‘খাদান’ ও শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’ ছবির টিজার মুক্তি। ১৪ আগস্ট দুটি সিনেমার টিজার প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু আর জি করের তরুণী চিকিৎসকের নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তা পিছিয়ে দেওয়া হল।
খাদানের টিজার মুক্তি পিছিয়ে যাচ্ছে, প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের বিবৃতি শেয়ার করে একথা জানিয়ে দিলেন দেব (Dev)। কিছুক্ষণ পর উইনডোজের তরফেও একই ধরনের বিবৃতিতে জানানো হয় ১৪ আগস্টের টিজার মুক্তির অনুষ্ঠান তারা বাতিল করছে।
বিদেশে বেড়াতে গিয়েছেন দেব। সেখান থেকেই ‘খাদান’ ছবির টিজার রিলিজের ডেট জানিয়েছিলেন। ১৪ আগস্ট সকাল এগারোটা নাগাদ ছবির টিজার প্রকাশ করার কথা বালিতে লিখে ঘোষণা করেছিলেন সুপারস্টার। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই সিদ্ধান্ত বদল।
View this post on Instagram
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সুরিন্দর ফিল্মসের বিবৃতি শেয়ার করেন দেব। তাতে লেখা, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনায় আমরা শোকার্ত ও বিরক্ত। টিম হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আর আমাদের সিনেমা ‘খাদান’-এর টিজার লঞ্চ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”
View this post on Instagram
এর পরই আবার বিবৃতিতে লেখা হয়, “নিহত চিকিৎসক যেন বিচার পায় সেটাই এই সময় আমাদের লক্ষ্য হওয়া উচিত। দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করার দাবি জানাচ্ছি আমরা। নিহত চিকিৎসকের পরিবারে প্রতিও সমবেদনা রইল। বিচারের এই লড়াইয়ে আমরা তাঁদের পাশে রয়েছি।” উইনডোজের তরফেও এর পর একই ধরনের বিবৃতিতে বলা হয়, “আর জি করের বেদনাদায়ক ঘটনায় আমরাও সমব্যাথী। আমরাও সুবিচার চাই। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা। এই দুঃসময়ে আমরা বুধবারের অনুষ্ঠান বাতিল করছি।”
উল্লেখ্য, মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিন শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’ করা হয়। তাতে যোগ দিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি জানান অপর্ণা সেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.