সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রণচণ্ডী দেবী, তার রূপ ভয়ংকর / শত্তুরে ডরায় তারে, সহায় ভবানী পাঠক’ — ডমরু-উলধ্বনির রণহুঙ্কার দিয়ে বড়দিনেই প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার। তাতেই মন জয় করে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রি-টিজারের শুরু ভবানী পাঠকের দুর্ধর্ষ লুক দিয়ে। এই চরিত্রে যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমার্থক হয়ে উঠেছে।কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। প্রথম লুকেই সাড়া ফেলে দিয়েছিলেন সুপারস্টার। এই চরিত্রের জন্য নিজেকে পুরো পালটে ফেলেছেন তিনি।
শুরুর রণংদেহি মেজাজের পর খানিক বিষাদের সুর। তখন শ্রাবন্তীর পালা। অভিনেত্রীকে প্রথমে দেখা যায় প্রফুল্লর রূপে। এই প্রফুল্লই ভবানী ঠাকুরের আশীর্বাদে চোখের জল মুছে হয়ে ওঠে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’। মাত্র ৫৫ সেকেন্ডের ভিডিও। তাতেই যেন ভবিষ্যতের সুর বেঁধে দিয়েছেন সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দোর্দণ্ডপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন, এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পালা। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী। ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। আবার শিখেছেন যুদ্ধকলা।
Presenting the official poster of Devi Chowdhurani, a timeless saga of courage and revolution.#JaiBhairavi#DeviChowdhurani#banditqueenofbengal#aditedmotionpictures#lokartscollective@AditedMPictures @SubhrajitMitra @prosenjitbumba pic.twitter.com/sxHVfirKkK
— Srabanti (@srabantismile) December 4, 2024
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। আর তা হতে হলেছে নতুন বছরের পয়লা মে, বৃহস্পতিবার। অর্থাৎ লক্ষ্মীবারেই বক্স অফিসে যুদ্ধের প্রস্তুতি সারা।
আসছেন … তিনি আসছেন …
জয় ভৈরবী ⚔️🔥🛡️ pic.twitter.com/UFunksWJjF— Subhrajit Mitra (@SubhrajitMitra) December 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.