সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খাদান’ রিলিজের আগেই সুপারহিট! মুক্তির পরে যে দেবের এই ছবি হইচই ফেলে দেবে, তার ইঙ্গিত বেঙ্গল ট্যুরেই পেয়ে গেলেন দেব। আর তাই বাংলার দর্শককে, তথা বাংলা ছবির দর্শককে ধন্য়বাদ জানাতে শুক্রবার ফেসবুক লাইভে এলেন টলিউডের ‘রাজার রাজা’।
ফেসবুক লাইভে এসে দেব বলেন, ”বেঙ্গল ট্যুরটা আমাদের জন্য একটা ইতিহাস। তাই এটার একটা ডকুমেনটেশন থাকা উচিত। সেই কারণেই লাইভ। প্রায় একমাস আগে আমরা ভাবছিলাম টেক্কার পর নতুন এমন কী করা যায়, যার মধ্যে দিয়ে খাদান বাংলার প্রতিটা কোণায় পৌছে যাবে। সে ভাবনা থেকেই খাদান বেঙ্গল ট্যুরের জন্ম। দারুণ রেসপন্স পাচ্ছি আমরা। তবুও বলতে চাই, আমার মনে হয় প্রধানের মতো ছবি দেখার দর্শক রয়েছে। এটা আমার মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে এমন কী করি যে মানুষগুলো একটা সময় ছবি দেখত আর এখন যে মানুষগুলো টিকিট কেটে ছবি দেখে, তাঁদেরকে কীভাবে এক করব। আমাদের ছবি মুক্তি পেতে আর একসপ্তাহ বাকি। আমরা খুব ইমোশনাল। যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি।
ফেসবুক লাইভে এসে দেব আরও বলেন, ”বেঙ্গল ট্যুরের শুরুর সময় আমরা ভাবছিলাম, আমরা তো বের হচ্ছি, লোকে কি বের হবে? বাংলা ছবির দর্শক, যাঁরা সিনেমাহলে এসে ছবি দেখেন, তা খুবই লিমিটেড। আমি কয়েক বছর আগে মন্তব্য করেছিলাম, বাংলা ছবির দর্শক ও বাংলার দর্শক একেবারে আলাদা। বাংলা ছবির দর্শক, যাঁরা হলে এসে বাংলা ছবি দেখে, বাংলার দর্শক যাঁরা হলে এসে সমস্ত ছবি দেখে। পুষ্পা দেখে, স্ত্রী ২ দেখে। আরও যে হিন্দি ছবি আসবে বা হলিউড ছবি আসবে সেটা দেখবে। লোকজনকে আমি কীভাবে আমার ছবিটা দেখাবো, যাঁরা দেবকে দেব বানিয়েছে, আমিও সেই ছবিগুলো মিস করেছি। সঙ্গে যাঁরা আমার প্রধান দেখেছে, টনিক দেখেছে, তাঁদের কীভাবে বোঝাবো, এটাও আপনাদের ছবি। আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, ভাবিনি এমনটা হবে। সবাইকে ধন্যবাদ। অনেকে আবেগে কাঁদছে। অনেক দূর দূর থেকে লোক আসছে। এত মানুষ দেখতে আসছে। খুবই স্পেশাল। সাড়ে তিন হাজার কিলো মিটার হল খাদান বেঙ্গল ট্যুর। খাদান ট্যুর বাংলা ছবির জন্য ঘোরা। বাংলা ছবির উৎসবে ফিরতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.