Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

দল বেঁধে নয়, এবার একাই ‘সিংহম’ দীপিকা! কবে আসছে রোহিত শেট্টির নতুন ছবি?

'সিংহম এগেইন' ইতিমধ্যেই ঢুকে পড়েছে ২০০ কোটির ক্লাবে।

Deepika Padukone's Lady Singham to get standalone film, confirms Rohit Shetty
Published by: Akash Misra
  • Posted:November 12, 2024 2:23 pm
  • Updated:November 12, 2024 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ভালো ব্য়বসা করছে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’। তথ্য বলছে, ইতিমধ্যেই রোহিতের এই ছবির ঝুলিতে ঢুকে পড়েছে ২০০ কোটি টাকা। অজয় দেবগণ, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর অভিনীত এই ছবি এখন ব্লকবাস্টার হওয়ার অপেক্ষায়। ঠিক এরই মাঝে নতুন আরেক সিংহম-এর ঘোষণা করলেন পরিচালক রোহিত। তবে এবার আর একগুচ্ছ তারকা পুলিশ অফিসার নয়, বরং সিংহম সিংহাসন সামলাবেন দীপিকা একাই!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সিংহম এগেইন ছবির সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রোহিত জানান, ” সিংহম একেবারেই কপ ইউনির্ভাস। প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে ছবির পর্দায় আনব। অনেকটা হলিউডি অ্যাভেঞ্জার্সের মতো। খুব শীঘ্রই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহম তৈরি করার প্ল্যান। ছবির নামও থাকবে লেডি সিংহম। আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারব।”

Advertisement

প্রথম থেকেই বোঝা গিয়েছিল এবারের দিওয়ালি রিলিজ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেইন’- দুই ছবির মধ্যে বক্স অফিসে মহাযুদ্ধ শুরু হবে। ছবির প্রচারের সময় এই মহাযুদ্ধের নানা ইঙ্গিতও পেয়েছিলেন অনুরাগীরা। দুই ছবিরই কলাকুশলীরা স্পষ্ট বলেছিলেন, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেইন’-এর মধ্যে শেয়ানে শেয়ানে টক্কর হবে। তবে ছবি মুক্তির একসপ্তাহ কাটতেই বক্স অফিসের কাহানিতে টুইস্ট। তথ্য বলছে, ব্যবসার দিক থেকে ‘ভুলভুলাইয়া ৩’ থেকে অনেকটাই পিছিয়ে ‘সিংহম এগেইন’। এবার এই দুই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে মুখ খুললেন অজয় দেবগন।

অজয়ের কথায়, ”দিওয়ালিতে দুটি বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, এটাই অনেকটা বড় ব্য়াপার। বলিউডে এখন তাই বক্স অফিসের যুদ্ধের চেয়ে বিগ বাজেটের ছবি তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি ভুলভুলাইয়া ৩ দেখব। ওই ছবিটা যে ভালো হয়েছে, তা আমি জানি। আমার মনে হয়, দুটি ছবিই বক্স অফিসে ভালো ফল করার মতো। একটু তফাৎ তো থাকবেই ব্যবসায়। কিন্তু তার মানে এই নয় যে, এই দুই ছবির মধ্যে কোনও লড়াই রয়েছে।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement