Advertisement
Advertisement

Breaking News

Deepika-Ranveer

প্রকাশ্যে দীপিকা-রণবীরের মেয়ের ছবি, কী নাম রাখা হল?

গত ৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হয়।

Deepika Padukone and Ranveer Singh share first picture of baby daughter
Published by: Suparna Majumder
  • Posted:November 1, 2024 9:27 pm
  • Updated:November 1, 2024 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির বড় উপহার দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রকাশ করলেন নিজেদের মেয়ের ছবি। আর সেই সঙ্গেই জানালেন নাম। দুয়া পাড়ুকোন সিংহ। মেয়ের এই নাম রেখেছেন দীপবীর। কেন এমন নাম? সেই কথাও তারকা দম্পতি জানিয়েছেন ছবির ক্যাপশনে।

মেয়ের মুখদর্শন করাননি দীপিকা ও রণবীর। তবে বড্ড আদুরে ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। ছবিটি সম্ভবত দীপাবলির অবসরেই তোলা। মেয়েকে লালপোশাকে সাজিয়েছেন তারকা দম্পতি। আর তার ছোট্ট দুটি লক্ষ্মীমন্ত পায়ের ছবি পোস্টা করেছেন তাঁরা। ক্যাপশনে মেয়ের নাম ঘোষণা করে দীপিকা ও রণবীর জানিয়েছেন, ‘দুয়া’ শব্দের অর্থ প্রার্থনা। আর এই সন্তান প্রার্থনারই ফল হিসেবে এসেছে। আনন্দ আর খুশিতে তাঁদের জীবন ভরিয়ে দিয়েছে সে।

Advertisement

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। গত ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার সন্তানের জন্ম হয়।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’ অভিনয় করেছিলেন দীপিকা। আর দীপাবলিতে ছবির মুক্তির পরই মেয়ের নাম জানালেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement