Advertisement
Advertisement

Breaking News

Debchandrima Singha Roy

সলমনের ‘বিগ বস’-এ বাংলার দেবচন্দ্রিমা! কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

হিন্দি সিরিয়ালের পর এবার বঙ্গকন্যা 'বিগ বস'-এ?

Debchandrima Singha Roy got offer to join Salman's Bigg Boss
Published by: Sandipta Bhanja
  • Posted:September 14, 2024 4:44 pm
  • Updated:September 14, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দা থেকে ‘বুমেরাং’-এ জিতের নায়িকা হিসেবে বড়পর্দায় শিঁকে ছিঁড়েছিলেন। তারপর বাংলা থেকে সোজা মুম্বই পাড়ি। হিন্দি সিরিয়াল ‘সুহাগন চুড়েল’-এর মুখ্য ভূমিকায় বিত্তশালী পরিবারের সাদামাটা, সহজসরল, মিষ্টি বউমা ‘দিয়া’র ভূমিকায় দেবচন্দ্রিমা সিংহ রায়। হিন্দি উচ্চারণে শাণ দিচ্ছেন আরও। মুম্বইতে যে ক্রমশই পায়ের তলার মাটি শক্ত করছেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য। এবার জানা গেল, সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ে প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন দেবচন্দ্রিমা।

প্রসঙ্গত, ‘সুহাগন চুড়েল’-এর ধারাবাহিক শেষ। জানা গিয়েছে, শুক্রবারই পয়লা মরশুমের শুটিং শেষ করেছেন দেবচন্দ্রিমা। আপাতত প্রথম হিন্দি সিরিয়ালের কাজ শেষ হয়ে গেলেও নতুন কোনও কাজে হাত দিচ্ছেন না অভিনেত্রী। তবে ভবিষ্যতে মুম্বইতে আরও কাজ করতে আগ্রহী তিনি। দেবচন্দ্রিমা হাতে সময় নিয়ে ধীরেসুস্থে পরের কাজে হাত দেবেন বলে জানা গিয়েছে। তবে এসবের মাঝেই মহাচমক! সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব এল তাঁর কাছে। কী সিদ্ধান্ত নিয়েছেন দেবচন্দ্রিমা? অভিনেত্রী জানিয়েছেন, সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ মুম্বইতে জমিয়ে কাজ করতে হলে তাঁর এখনও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আপাতত অভিনয়েই মন দিতে চান দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে ভবিষ্যতে ‘বিগ বস’-এর প্রস্তাব এলে যে তিনি ভেবে দেখবেন, সেকথাও জানিয়ে দিলেন।

Advertisement

বাংলা সিরিয়ালে ‘সাহেবের চিঠিতে’ শেষবার দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। মুম্বইয়ে গত একবছর ধরে অডিশন দেওয়ার জন্যই নাকি বাংলার কোনও কাজে অংশ নেননি তিনি। দেবচন্দ্রিমা এর আগে জানিয়েছিলেন, ভাষাটাই এখানে তাঁর জন্য আসল চ্যালেঞ্জের কারণ হয়ে উঠেছে। অভিনেত্রীর কথায়, চিত্রনাট্য ভালো করে পড়াই, এখন তাঁর মূল প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। তবে রোজ নতুন কিছু শিখছেন। বাঙালি শিল্পীদের যে মুম্বইতে আলাদা কদর দেওয়া হয়, সেকথাও জানিয়েছেন দেবচন্দ্রিমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement