Advertisement
Advertisement

Breaking News

Saurav Das

অনুষ্ঠান করতে গিয়ে চরম ‘হেনস্তা’ সৌরভ-দর্শনার, ক্ষোভ উগরে দিলেন অভিনেতা

সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দেন তারকা জুটি।

Darshana-Saurav Das victims of harassment!

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:March 30, 2025 6:27 pm
  • Updated:March 30, 2025 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  টলিপাড়ায় অভিনেতারা তাঁদের কাজের সঠিক মূল্যায়ণ পান না! এমনকী ন্যায্য পরিশ্রমিক থেকেও অনেকসময় নাকি তাঁরা বঞ্চিত হন- এই অভিযোগ নতুন নয়। এবার সেই একই অভিযোগে সরব হলেন টলিপাড়ার তারকা জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। অভিযোগ, শহরের বাইরে এক অনুষ্ঠানে গিয়ে নাকি হেনস্তার শিকার হয়েছেন এই তারকা জুটি। সোশাল মিডিয়ায় গোটা ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই দম্পতি।

প্রসঙ্গত, সৌরভ জানিয়েছেন, শনিবার মালদহ শহরে তাঁদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। ই-মেল মারফৎ তাঁদের জানানো হয়, অনুষ্ঠানের দু’দিন আগেই এই তারকা জুটি তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যাবেন। অথচ পারিশ্রমিক তো দূরের কথা অনুষ্ঠানের দিনক্ষণ উপস্থিত হলেও তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। সৌরভের দাবি, “নানা চেষ্টা করে আমরা উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা বলেন, অনুষ্ঠানে যোগদান করলেই পারিশ্রমিক পেয়ে যাব। সেই মতো আমি বিষ্ণুপুর থেকে এবং দর্শনা লখনউ থেকে সোজা মালদহে চলে যাই। স্বাভাবিকভাবেই এতটা রাস্তা আসার পর ক্লান্ত দু’জনেই। আমরা যথাসময় হোটেলে পৌঁছে যাই। এরপরও আমাদের পারিশ্রমিক দেওয়া হয়নি। এমনকী সেভাবে যোগাযোগ পর্যন্ত করা হয়নি।”

Advertisement

সৌরভের কথার সূত্র ধরেই দর্শনা বলেন, “এছাড়াও আরও অনেক রকমের হেনস্তা হয়েছে। সেইসব কথা এই ভিডিওতে আমরা জানাতে চাই না।” একইসঙ্গে সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টিও স্পষ্ট করে দেন অভিনেত্রী। মালদহবাসী তথা সাধারণ মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় সেই কারণেই তাঁরা এই ভিডিওটি করেছেন বলে জানিয়েছেন সৌরভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement