Advertisement
Advertisement
Arindam Sil

শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ

যে অভিনেত্রীর অভিযোগের জেরে অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তিনিই পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Complaint lodged against Arindam Sil at police station
Published by: Suparna Majumder
  • Posted:September 10, 2024 11:07 am
  • Updated:September 10, 2024 12:59 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল। এবার পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। যে অভিনেত্রীর অভিযোগের জেরে অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তিনিই সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরিচালকের বিরুদ্ধে ৩৫৪ ও ৫০৪ ধারায় একটি মামলা রুজু হয়েছে বলে খবর।

Arindam-Sil

Advertisement

এর আগে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানিয়েছিলেন, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব চট্টোপাধ্যায় ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন। তা একটি ‘চিট শট’ ছিল। পরিচালক শট বুঝিয়ে দিচ্ছিলেন। সেই সময় ‘অ্যাক্সিডেন্টালি’ পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। আর সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল। তখন তা নিয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া ছিল না।

[আরও পড়ুন: ফের যৌন হেনস্তায় অভিযুক্ত জয়জিৎ, এবার নিগ্রহের অভিযোগ মডেলের, অভিনেতা কী বলছেন?]

অরিন্দম শীল (Arindam Sil) জানান, তাঁকে মহিলা কমিশনেও ডাকা হয়েছিল। সেখানে তিনি নিজের বক্তব্য জানান। বিষয়টি লিখিতভাবে দেওয়ার কথা বলা হয়। পরিচালক জানান, অনিচ্ছাকৃতভাবেই যে ঘটনাটি ঘটেছে তা তিনি লিখিতভাবেই দিতে যাচ্ছিলেন। তাতে অভিযোগকারী অভিনেত্রী রাজি ছিলেন না। তখন লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধে তিনি অনিচ্ছাকৃত শব্দটি বাদ দেন। সেটিই এখন তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

এর জবাব দিয়ে পরিচালক-প্রযোজক তথা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন, “অভিযোগকারিণীর যে দাবি ছিল তাতে উনি (অরিন্দম শীল) সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অভিযোগকারিণী বলেছিলেন যে, ‘উনি আমাকে যে কিস করেছিলেন এবং সেটা চিত্রনাট্যে ছিল না।’ পরিচালক তখন বলেন, ‘হ্যাঁ, স্ক্রিপ্টে ছিল না কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল।’ মেয়েটি তা মানতে রাজি হয়নি। সে তখন পরিচালককে বলে, ‘এটা দুর্ঘটনা নয় আপনি ইচ্ছাকৃত করেছিলেন, আর তার পরে জিজ্ঞেস করেছিলেন, তোর কি খারাপ লেগেছে? বল?’ এই কথার ভিত্তিতে অনিচ্ছাকৃত শব্দটি খাটে না।” এদিকে পুলিশে অভিযোগ দায়ের নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অরিন্দম শীল জানান, আইন আইনের মতো চলবে এবং তার জন্য যা যা করা প্রয়োজন তাই-ই করা হবে। যে ঘটনা ঘটেছে তাকে সম্পূর্ণ ‘অনভিপ্রেত’ বলেই জানান তিনি।

[আরও পড়ুন: ‘রাতে ঘুম হচ্ছে না…’, RG Kar নিয়ে এবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement