Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

‘হুড়োহুড়ি চাই না…’, সুপ্রিম কোর্টে আমির ঢুকতেই চমকে উঠলেন প্রধান বিচারপতি

'লাপাতা লেডিজ' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের জন্যই শীর্ষ আদালতে যান আমির।

Chief Justice DY Chandrachud on Aamir Khan's arrival at Supreme Court
Published by: Suparna Majumder
  • Posted:August 9, 2024 5:04 pm
  • Updated:August 9, 2024 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালতে আমির খান (Aamir Khan)। সৌজন্যে ‘লাপাতা লেডিজ’। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের জন্যই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর তাতেই যেন চমকে উঠলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

Aamir-Chandrachud-1

Advertisement

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানটা ও নীতাংশি গোয়েল অভিনীত সিনেমা। ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে বেশ সমাদৃত হয়েছে ছবিটি। পরবর্তীকালে OTT-তে বহু দর্শক দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৮’র প্রতিযোগী নুসরত জাহান! কী জানালেন?]

শুক্রবার সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিং ছিল। সেই কারণেই শীর্ষ আদালতে যান আমির। আর তাতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য, “আমি কোনও হুড়োহুড়ি চাই না। তবে আমির খান এসে গিয়েছেন এখানে।” আসলে মজার ছলেই মন্তব্যটি করেছেন শীর্ষ আদালতের বিচারপতি। শোনা যায়, তিনি নিজে সি-ব্লকের প্রশাসনিক ভবনে অন্যান্য বিচারপতিদের সঙ্গে সিনেমাটি দেখেছেন।

 

প্রসঙ্গত, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সাধারণ মানুষের গল্প। কোনও এক গাঁয়ের বধূ, যে কিনা পড়াশোনা করতে চায়। উগ্র পৌরষের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পকেই স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য বেছে নেওয়া হয়। তা বেশ উপভোগ করেছেন বিচারপতিরা।

[আরও পড়ুন: অভিশপ্ত আগস্ট! ‘ধনঞ্জয়ের ফাঁসির সাজা ভুলিনি’, নাম না করে বুদ্ধদেবকে বিঁধলেন কবীর সুমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub