Advertisement
Advertisement
Emergency

‘কিছু দৃশ্য না ছাটলে ছাড়পত্র দেব না’, কঙ্গনার ‘এমার্জেন্সি’ নিয়ে কড়া সিদ্ধান্ত সেন্সর বোর্ডের

এদিকে, সিনেমায় কাটছাঁট না করার সিদ্ধান্তে অনড় কঙ্গনা রানাউত।

Censor Board Says Kangana Ranaut's 'Emergency' Can Release With 'Some Cuts'
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2024 3:01 pm
  • Updated:September 26, 2024 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এমার্জেন্সি’ (Emergency) সিনেমার রিলিজ ক্রমশই জটিল হচ্ছে। মুক্তির আগেই আইনি বিপাকে পড়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। কিন্তু লাগাতার বিতর্কের জেরে ‘এমার্জেন্সি’র (Emergency) রিলিজ আপাতত বিশ বাঁও জলে! এখনই মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাউত অভিনীত তথা পরিচালিত সিনেমা। অপমানের অভিযোগ তুলে মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল শিখ সম্প্রদায়। পালটা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রযোজকরা। এবার সেন্সর বোর্ডের তরফে বম্বে হাই কোর্টকে জানান হল সিনেমার কয়েকটি দৃশ্য না ছাটলে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে বম্বে উচ্চ আদালতে জানানো হয়েছে, ‘এমার্জেন্সি’ ছবি থেকে কয়েকটা দৃশ্য বাদ দিলে তবেই রিলিজের ছাড়পত্র দেওয়া সম্ভব। উল্লেখ্য, সম্প্রতি সাক্ষাৎকারে ‘নাছোড়বান্দা’ কঙ্গনা জানিয়েছিলেন, তিনি তাঁর সিনেমার কোনও দৃশ্যে কাটছাঁট করবেন না, এবং ঠিক যেমনভাবে গল্প সাজিয়েছেন, তেমনভাবেই সিনেমাটা দর্শকদের কাছে পরিবেশন করতে চান। এদিকে সাংসদ-অভিনেত্রীর এমন মন্তব্যের পর বেঁকে বসেছে সেন্সর বোর্ডও। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের রিভিউ কমিটি আদালতে সাফ জানিয়েছে, যে দৃশ্যগুলো সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে কিংবা সমস্যা তৈরি করতে পারে, সেগুলো ছাঁটাই না করলে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। অতঃপর কঙ্গনা যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে ‘এমার্জেন্সি’ আদৌ কবে মুক্তি পাবে? সেই উত্তর অধরাই রয়ে গেল।

Advertisement

'Emergency' gets UA certificate with cut scenes, added disclaimers: Sources

‘এমার্জেন্সি’ সিনেমার রিলিজ নিয়ে প্রথম থেকেই জলঘোলার অন্ত নেই! ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’, অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের তরফে দিন কয়েক আগেই ‘এমার্জেন্সি’ (Emergency) ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের তরফে আপত্তি উঠেছিল। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেই বিতর্কের জেরেই বারবার পিছিয়ে যাচ্ছে ‘এমার্জেন্সি’র মুক্তি। তবে পরবর্তীতে কবে মুক্তি পাবে? সেকথাও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। এমনিতেই এর আগে শিখ বিরোধী মন্তব্য করায় পাঞ্জাবে গিয়ে শিখ সম্প্রদায়ের রোষানলের মুখে পড়েছিলেন কঙ্গনা। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল। এবার ‘এমার্জেন্সি’ মুক্তির আগেও সেই একই বিপাকে পড়লেন কঙ্গনা রানাউত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement