Advertisement
Advertisement
Pushpa 2

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট শিশুর অবস্থা আশঙ্কাজনক, রাখতে হয়েছে ভেন্টিলেশনে!

বিস্তারিত জানানো হল হাসপাতালের পক্ষ থেকে।

Boy Injured In Pushpa 2 Screening Stampede still Critical, here is the Health Update
Published by: Suparna Majumder
  • Posted:December 18, 2024 10:51 am
  • Updated:December 18, 2024 11:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে আগেই হারিয়েছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হওয়া আট বছরের শিশু শ্রী তেজা। ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাকে। মিনিমাল অক্সিজেন ও প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে। ট্রাকিস্টোমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

pushpa_cover

Advertisement

হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ।  এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজাও গুরুতর জখম হয়। 

মঙ্গলবার হাসপাতালে শিশুকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি. ভি. আনন্দ। তাঁর সঙ্গে ছিলেন তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা। কমিশনার জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল। সেই সময় সে ছিল ব্রেন ডেজ। দমবন্ধ হয়ে তাঁর এমন অবস্থা হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীদের সিপিআর দিতেও দেখা গিয়েছে (ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি)।

Hyderabad City Police X post

কমিশনার জানান, শিশুকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। এদিকে হাসপাতাল সূত্রে খবর, শ্রী তেজা এখনও ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। তার স্নায়বিক সমস্যার কোনও উন্নতি হয়নি। তবে জ্বর অনেকটাই কমেছে। বাকি প্যারামিটারও স্থিতিশীল।  

ঘটনার জেরে গত শুক্রবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা।  শনিবার সকাল থেকে জেল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন আল্লু।  জানান শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement