সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই সিনেমার পর্দায় সামাজিক ট্যাবুকে ভেঙে ফেলেন করণ। কখনও তা মান্যতা পায়, কখনও জন্ম দেয় বিতর্কের। তবে বিতর্ককে কখনই পাত্তা দেননি পরিচালক করণ জোহর। বরং বরাবরই কণ্ঠ ছেড়েছেন। আর তাই তো গোটা বিশ্বে যখন পুরুষ দিবসের সেলিব্রেশন। তখন সোশাল মিডিয়ায় কলম ধরলেন করণ জোহর। সঙ্গে নিলেন টোটা রায়চৌধুরী ও রণবীর সিংকে।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে করণ পোস্ট করলেন রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির একটি দৃশ্য। যেখানে দেখা গেল টোটা ও রণবীর, ‘দেবদাস’ ছবির মাধুরী ও ঐশ্বর্যের ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে নাচছেন। পুরুষ মানুষ হয়ে, মেয়েদের গানে নেচে নজর কেড়ে ছিলেন রণবীর ও টোটা। এই নাচ যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই সমালোচনাও হয়েছিল। আজ পুরুষ দিবসে সে কথাই যেন মনে করিয়ে দিলেন করণ। তিনি স্পষ্ট লিখলেন, যেদিন পুরুষরা নিজেদের অন্তরের মাধুরী ও ঐশ্বর্যকে প্রকাশ্যে আনতে পারবেন, সেদিনই আসল পুরুষ দিবস। যাঁরা ন্যায়, সাম্য ধরে রেখে নারীর আত্মার আত্মীয় হয়ে উঠতে পারেন তাঁদেরকেই এই দিনটা উৎসর্গ করলাম।
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি নিজের প্রোডাকশন সংস্থা ধর্মার ৫০ শতাংশ শেয়ার বিক্রি করেছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর। সিরাম সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা ১০০০ কোটির বিনিময়ে করণের এই প্রযোজনা সংস্থার শেয়ার কিনেছেন। CNBC-TV18 Global Leadership Summit- এ এই শেয়ার বেচাকেনা নিয়ে প্রথমবার মুখ খুললেন করণ। স্পষ্টই তিনি বললেন, ”আদর পুনাওয়ালার সঙ্গে মিটিংয়ের সময় ট্রমায় আক্রান্ত হয়েছিলাম।”
করণ জোহর জানান, ”আমি একজন ক্রিয়েটিভ মানুষ। ব্যবসা চালানোর জন্য যে বুদ্ধি লাগে, সেটা আমার নেই। লাভ, লোকসানের অত হিসেব নিকেশ করতে পারি না। নানারকম ইমেল, নানারকম ফোন, কীভাবে, কার সঙ্গে কথা বললে, সঠিক অর্থে কর্পোরেট কথা বলা হবে, সেই নিয়ম জানা নেই। তাই পুনাওয়ালার সঙ্গে মিটিংয়ের আগে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসলে আমি যে দুনিয়ার মানুষ, সেখানে এত কিছু নিয়ম নেই। তাই ক্রয়-বিক্রয় নিয়ে কথা বলার সময় ট্রমায় আক্রান্ত হয়েছিল। বুঝতে পারছিলাম না, কোন কথার কীরকম প্রকাশ করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.