Advertisement
Advertisement
Bhaggyolokkhi Teaser

মাদকচক্রের ফাঁসে ঋত্বিক-শোলাঙ্কি, ‘ভাগ্যলক্ষ্মী’র টিজারে রক্তারক্তি কাণ্ড

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত।

Bhaggyolokkhi Teaser: Ritwick Chakraborty, Solanki Roy, Swastika Dutta in Mainak Bhaumik directed film
Published by: Suparna Majumder
  • Posted:December 9, 2024 2:39 pm
  • Updated:December 9, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকচক্রের ফাঁসে শোলাঙ্কি রায় ও ঋত্বিক চক্রবর্তী। তার জেরেই রক্তারক্তি কাণ্ড। সবই হয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমার জন্য। নতুন বছরে রহস্যে মোড়া এই ক্রাইম থ্রিলার ছবি উপহার দিতে চলেছেন পরিচালক। বছরশেষে প্রকাশ করা হল টিজার।

Bhaggyolokkhi-inside

Advertisement

ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সত্য। শোলাঙ্কি অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাবেরীর ভূমিকায়। আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই সত্য ও কাবেরীর সংসার। একমাত্র ছেলেকে তাঁরা দিল্লি পাঠিয়েছে পড়াশোনার জন্য। তার পর টানাপোড়েনের সাংসারিক জীবন। এই ‘বোরিং’ জীবনে ঝড় আসে সায়নের আগমনে।

সত্যর স্কুলজীবনের বন্ধু সায়ন তাঁদের বাড়িতে আসে। আচমকাই তার মৃত্যু হয়। অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই মৃত্যু। কিন্তু সত্যর বাড়িতে? তাও আবার ব্যাগভর্তি টাকা রেখে? সত্য-কাবেরীর জীবন এক মুহূর্তে পালটে যায়। তাঁরা কী মাদকচক্রের এই ফাঁস থেকে বেরিয়ে আসতে পারবে? উত্তর মিলবে আগামী বছরের ১০ জানুয়ারি। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’। ঋত্বিক-শোলাঙ্কি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত।

Swastika-BhaggyolokkhiSwastika-Bhaggyolokkhi

এছাড়াও ছবিতে দেখা যাবে রতন সরখেল, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, অনন্যা দাশ। ছবি নিয়ে প্রতক্রিয়া দিতে গিয়ে পরিচালক মৈনাক বলেন, “আমার কাছে ভাগ্যলক্ষ্মী বাস্তব আর বাস্তবের কল্পনার মেলবন্ধন। এমন এক সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর গল্প যাঁরা নিজেদের ক্রাইম ও ফ্যান্টাসির জগতে জড়িয়ে ফেলে। এই সিনেমার জন্য আমি নন্দী মুভিজ ও আমার প্রযোজকদের কাছে কৃতজ্ঞ।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement