Advertisement
Advertisement

Breaking News

Arifin Shuvoo

৯ বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙল আরিফিন শুভ ও অর্পিতার

সোশাল মিডিয়ায় নিজেই বিচ্ছেদের কথা জানান অভিনেতা।

Bangladeshi actor Arifin Shuvoo announces divorce
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2024 11:46 pm
  • Updated:August 1, 2024 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তাঁরা আর কেউ জীবনসঙ্গী নন। স্বামী-স্ত্রী সম্পর্কের সামনে জুড়েছে ‘প্রাক্তন’ তকমা। দাম্পত্যে বিচ্ছেদ টেনে শুধুই ‘বন্ধু’ আরিফিন শুভ ও অর্পিতা। বুধবার সোশাল মিডিয়ায় একথাই জানিয়েছেন বাংলাদেশি তারকা। দিনকয়েক বিনোদুনিয়া জুড়ে যেন বিচ্ছেদের ঝড় বইছে। বলিউড, টলিউড পেরিয়ে বাংলাদেশেও সেই ঝড় আছড়ে পড়তে বাদ রইল না।  

সোশাল মিডিয়ায় বাংলাদেশি তারকা লেখেন, “দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তার পরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।” ‘প্রাক্তন’ স্ত্রী অর্পিতাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, “অনেক চড়াই উতরাইয়ের পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।”

Advertisement

[আরও পড়ুন: কুষ্ঠ হয়েছিল কিশোরী ডিম্পল কাপাডিয়ার, সেই সূত্রেই সুযোগ মেলে ‘ববি’তে!]

সদ্যই মাকে হারিয়েছেন আরিফিন শুভ। মাতৃবিয়োগের যন্ত্রণাও যেন ফুটে উঠেছে তাঁর এই পোস্টে। অভিনেতা আরও লেখেন, “মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে। যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর এবং সুস্থভাবে বাঁচতেব পারব।” এদিনের সোশাল মিডিয়া পোস্টে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহতদের কথাও তুলে ধরেন অভিনেতা। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। আরিফিন শুভ ও তাঁর স্ত্রী বিবাহ বিচ্ছেদের ঘোষণায় মন ভালো নেই অনুরাগীদের।

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি, আরিফিন শুভ ও অর্পিতার চার হাত এক হয়। ৬ ফেব্রুয়ারি রিসেপশন হয়। পরে আবার ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ বছর ধরে দিব্যি চলছিল দাম্পত্য। কেন উষ্ণতা হারাল সম্পর্ক? বিচ্ছেদের নেপথ্যে কি তৃতীয় কেউ? চতুর্দিকে চলছে এমনই কানাঘুষো।

[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement