Advertisement
Advertisement

Breaking News

Bangladesh Violence

সন্তান নিয়ে ঘরবন্দি পরীমণি! কী বার্তা দিলেন সোশাল মিডিয়ায়?

বাংলাদেশের ছাত্র আন্দোলন ও অশান্ত পরিবেশ নিয়ে গত কয়েকদিন ধরেই মতামত জানাচ্ছেন অভিনেত্রী।

Bangladesh Violence: Actress Pori Moni wrote about her current situation in Bangladesh
Published by: Suparna Majumder
  • Posted:August 7, 2024 9:01 am
  • Updated:August 8, 2024 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে (Bangladesh)। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন হয়ে গেল ‘হাসিনা হঠাও’ অভিযান। তার পর সারা দেশজুড়ে উন্মত্ত জনতার উল্লাস। এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে কার্যত ঘরবন্দি দশা পরীমণির। বারান্দাতেও নাকি যেতে পারছেন না। ‘দমবন্ধ হয়ে আসছে’, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

Pori Moni

Advertisement

 

বাংলাদেশের ছাত্র আন্দোলন ও অশান্ত (Violence) পরিবেশ নিয়ে গত কয়েকদিন ধরেই মতামত জানাচ্ছেন পরীমণি। ওপার বাংলার এই উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে নিজের জেলবন্দির সময় ও জীবনের নানা ঝড়ের প্রসঙ্গও টেনেছেন তিনি। ২০২১ সালের ৫ আগস্টই মাদক মামলায় জড়িয়ে হাজতবাস হয়েছিল বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রীকে। সেই কথা স্মরণ করিয়ে ফেসবুকে পরীমণি লেখেন, “তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো……..প্রকৃতি হিসেব রাখে মা।”

[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি ]

এর পরের পোস্টে অবশ্য শান্তি কামনা করেছেন পরীমণি। অভিনেত্রী লেখেন, “শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।”  মঙ্গলবারের পোস্টে সূরা হুদের বক্তব্য শেয়ার করে বাংলাদেশি নায়িকা লেখেন, ‘সংযত হওয়া জরুরি।’

Pori moni Post

শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে সেনা। তবে আন্দোলনরত ছাত্ররা সাফ জানিয়েছিলেন, দেশে সেনাশাসন মানবেন না। সেনা সমর্থিত সরকারকে মানবেন না। প্রয়োজনে ফের রাস্তায় নামবেন। মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর তাঁদের দাবিই মেনে নেয় সেনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাতেই জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। প্রথম থেকেই এই দাবি জানিয়ে এসেছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। উল্লেখ্য, হাসিনা জমানায় শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাংলাদেশের তৎকালীন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনুস-সহ চারজনকে ছমাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন: হাসিনার পতনের পরই বাংলাদেশে ফিরছেন বিএনপি-র বহু নেতা, বুধে সমাবেশের ডাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement