সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের বিনোদুনিয়া জয় করে এবার ওপার বাংলায় পাড়ি দিল টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসভিএফ। বাংলাদেশের আলফা আই প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এসভিএফ প্রযোজনা সংস্থার ওপার বাংলার বিনোদনের দুনিয়ায় নয়া সংযোগ এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড। আর বাংলাদেশে পৌঁছেই নতুন দুই ছবির ঘোষণা করে ফেলল এসিভিএফ-আলফা জুটি। ওপার বাংলার জনপ্রিয় নায়ক আফরান নিশোকে নিয়ে তারা তৈরি করতে চলেছে দুটি ছবি।
গত বছর ইদে বাংলাদেশে মুক্তি পায় নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও এই ছবি হইচই ফেলে দিয়েছিল। আর এবার এসিভিএফ-আলফা জুটির হাত ধরে ফের বড়পর্দায় দেখা যাবে আফরানকে। অভিনেতার কথায়, ‘‘যে কোনও সৃজনশীল প্রয়াসের সফলতার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছবির জন্য সব দিক থেকে সঠিক সমন্বয় অপরিহার্য। সমন্বয় যত ভাল হবে, ছবির মান ততই ভাল হবে। তাই ভাল নতুন ছবি তৈরি হতে সময় লাগে। যেমন, আমারও বড়পর্দায় ফিরতে কিছুটা সময় লেগে গেল।’’
এসভিএফের মহেন্দ্র সোনি এবং আলফা আই-এর শাহরিয়ার শাকিলের কথায়, ‘‘বড়পর্দায় আফরান নিশোর প্রত্যাবর্তন এসভিএফ আলফা-ই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের আগামী ছবি নিজের অভিনয় প্রতিভায় সমৃদ্ধ করবেন।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.