সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা অধ্যায় একেবারে শেষ। বাংলাদেশে (Bangladesh) গঠিত হল অন্তর্বর্তী সরকার। প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস। ঢাকার বঙ্গভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ইউনুসের সঙ্গে শপথ নেন আরও ১৩ জন। তিনজন বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। সবমিলিয়ে ইউনুসের নেতৃত্বে মোট ১৬ জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে।
আর অন্যদিকে গত কয়েকদিন ধরে ঢাকায় নানা জায়গায় শুরু হয়েছে ডাকাতি। আর এই ডাকাতাদের শায়েস্তা করতে এলাকাবাসীরা নিজেরাই নেমেছেন পাহারায়। কারণ হাতে লাঠি, কারও হাতে বর্শা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনও এই পাহাড়ায় শামিল হলেন। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল বঁটি হাতে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তিনি।
বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে প্রথম থেকেই সরব বাঁধন। হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছিলেন বাঁধন। অবিলম্বে এই হিংসা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিয়েছেন তিনি। সবাইকে শান্ত আর্জি জানিয়ে অভিনেত্রী বলেন, “সাম্প্রদায়িক হিংসার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়।”
এর পরই বাঁধন জানান, তিনি স্বৈরাচারিতার বিপক্ষে। আর সেই কারণেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বর্তমানে যে হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে তাঁর তীব্র বিরোধিতা করে অভিনেত্রী বলেন, “এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না।” বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন নায়িকা। যাতে বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.