Advertisement
Advertisement

Breaking News

Aryan Jolly

ভারতের ‘বিস্ময় বালক’ আরিয়ান জলির মিউজিকে মুগ্ধ শাকিরা, জাস্টিন বিবাররা

ভারতের ভূমিপুত্রর সুরের মূর্চ্ছনায় কাঁপছে লস অ্যাঞ্জেলস।

Aryan Jolly, a 21-year-old musician from India rapidly establishing himself in the LA music scene
Published by: Sandipta Bhanja
  • Posted:July 19, 2024 5:40 pm
  • Updated:July 19, 2024 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সবে একুশ। আর এর মধ্যেই সুরের জাদুতে লস অ্যাঞ্জেলস মাতাচ্ছেন ভারতের ভূমিপুত্র আরিয়ান জলি (Aryan Jolly) । আঠেরো বছর বয়সেই বিদেশে পাড়ি দিয়েছিলেন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি আরিয়ানকে। যাঁর সুরের জাদুতে মুগ্ধ হয়েছেন খোদ জাস্টিন বিবার থেকে শাকিরা, ডেমি লোভাতো পর্যন্ত। ভারতের এই ‘ওয়ান্ডার বয়’ এখন লস অ্যাঞ্জেলসে ‘টক অফ দ্য টাউন’।

Advertisement

গত তিন বছর ধরে সঙ্গীতের ময়দানে নানাবিধভাবে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন আরিয়ান জলি। মিউজিক প্রোডাকশন, টপ লাইনিং, ভোকাল প্রোডাকশন থেকে মিউজিক মিক্সিং-মাস্টারিং, সবক্ষেত্রেই নিজের দক্ষতা দেখিয়ে অসংখ্য শিল্পীর প্রশংসা কুড়নোর পাশাপাশি তাঁদের আস্থাও অর্জন করেছেন তিনি। লস অ্যাঞ্জেলসের আইকন কালেক্টিভ কলেজ অফ মিউজিক-এর ছাত্র হিসাবে আরিয়ানের উজ্জ্বল সফর শুরু। যেখানে ভারতের এই বিস্ময় বালকের সঙ্গীতের উপর দখল দেখে হতবাক হয়েছিলেন অধ্যাপক থেকে মেন্টররা। যাঁরা নিজেরাও স্ব-পরিসরে যথেষ্ট জনপ্রিয়। এমন দুর্লভ প্রতিভার জন্যই একই বছরে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটো সম্মানে ভূষিত হন। আরিয়ানের হাতে ওঠে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পুরস্কার এবং ‘কোলাবরেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

[আরও পড়ুন: ‘ঝিমলির লুকে নিজেকে দেখে নির্বাক’, বহুরূপীর ‘ডিগ্ল্যাম’ চরিত্রের অভিজ্ঞতা শোনালেন কৌশানী]

স্নাতকোত্তরের পর ইলেকট্রনিক মিউজিক, পপ, ডান্স-পপ, ফোক এবং কান্ট্রি মিউজিক-সহ বিভিন্ন ঘরানায় কাজ করেছেন আরিয়ান। জেসন স্ট্রংয়ের তত্ত্বাবধানে ইন্টার্ন করার পাশাপাশি ওয়ার্নার মিউজিকের মতো লেবেলের সঙ্গেও কাজ করেছেন তিনি। বর্তমানে চার জন জনপ্রিয় শিল্পীর জন্য কাজ করছেন ভারতের এই ভূমিপুত্র।

[আরও পড়ুন: খোপায় পলাশ, কপালে চন্দন, ‘বহুরূপী’ লুকে বাজিমাত কৌশানীর, পুজোর বক্স অফিস কাঁপাবে ‘ঝিমলি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement