Advertisement
Advertisement
Arjun Chakraborty

‘মেয়ের জন্যই…’, অর্জুনের বেসুরো দাম্পত্যের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট স্ত্রী সৃজার!

জল্পনা উসকে কী বললেন অর্জুন-পত্নী সৃজা?

Arjun Chakraborty's wife Sreeja shares cryptic post
Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2024 4:43 pm
  • Updated:July 31, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন চক্রবর্তীর সংসারেও নাকি অশান্তি আঁচ! যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। বিচ্ছেদ অবধি জল না গড়ালেও দম্পতির মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা যাচ্ছে। স্ত্রী সৃজা চক্রবর্তী অভিনেতা-স্বামীকে ‘আনফলো’ করার পর থেকেই এহেন জল্পনার সূত্রপাত! যদিও দূরত্ব বাড়ার গুঞ্জনের মাঝেই দম্পতিতে সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে ‘সব ঠিক থাকার’ বার্তা দিয়েছেন। এবার অর্জুন-পত্নীর সোশাল মিডিয়ায় নতুন ইঙ্গিত।

আমেরিকায় এক অনুষ্ঠানে টলিপাড়ার এক অভিনেত্রীর সঙ্গে নাকি খানিক বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন অভিনেতা, সেকথা রটতেই স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ার কথা শোনা যায়। এবং সোশাল মিডিয়ায় যখন সেই গুঞ্জন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই, তখন একসঙ্গে সুখী দম্পতির মতো একফ্রেমে ধরা দিয়ে সব জল্পনায় ইতি টানেন। বুঝিয়ে দেন যে, মোটেই তাঁদের দাম্পত্যে চিড় ধরেনি! এবার অর্জুন চক্রবর্তীর স্ত্রী সৃজার সোশাল মিডিয়ায় যে পোস্ট দেখা গেল, তাতে তিনি একপ্রকার বুঝিয়েই দিলেন যে তাঁদের একমাত্র কন্যাসন্তানই তাঁর কাছে সব। সেখানে সাফ লেখা- “যদি জানতে চান, আমাকে এখনও কে চালিয়ে নিয়ে যাচ্ছে? তাহলে বলব, সে শুধুমাত্র আমার মেয়ে।”

Advertisement

[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]

Actor Arjun Chakrabarty about his relationship status with wife Sreeja Sen
ছবি: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেখানে ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পান সব্যসাচীপুত্র। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করেন পুরস্কার। রটনা, NABC থেকে ফেরার পরই অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততা। এমনকী, সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনও ছবিই দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতেই পুরনো সময়ের প্রেমভরা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অর্জুন লেখেন, “সেই বহির্জগৎ আর প্রায় রৌদ্রজ্জ্বল গ্রিনিচ। বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম। মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি সত্যিই পরিবর্তনের প্রতীক।” উল্লেখ্য, অর্জুন নিজের পোস্টে সৃজাকে ট্যাগ করেছেন। আর সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলেও দুজনের এই ছবি দেখা যাচ্ছে।

[আরও পড়ুন: স্টুডিওপাড়ায় মিষ্টি বিতরণ, ‘কাউকে ব্যান করা যাবে না’, নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement