সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ঝোড়ো পারফরম্যান্স। সেমিফাইনালে ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও কিং কোহলি দলের সাফল্যে মাতোয়ারা। এদিনও বিরাটের ‘চিয়ার লিডার’ হিসেবে গ্যালারিতে হাজির ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভিআইপি স্ট্যান্ড থেকে টিম ইন্ডিয়া এবং স্বামীর জন্য গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। তবে মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ভিআইপি স্ট্যান্ড থেকে এক মজার মুহূর্ত লেন্সবন্দি হয়।
ভিডিওতে দেখা যায়, বিরাট যখন বাইশ গজে ব্যাটিং করছেন, অনুষ্কা তখন ঘুমিয়ে কাদা! আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই হাসির রোল। ম্যাচের মাঝে কিছুক্ষণের জন্য দু চোখের পাতা লেগে এসেছিল অনুষ্কা শর্মার। পরনে সাদা পোশাক। স্ট্যান্ডে বসেই গালে হাত রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন অভিনেত্রী। একদিকে বিরাট যখন ব্যাট করছেন, তখন অনুষ্কাকে ঝিমোতে দেখে সেই ‘রসিক’ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি চিত্রগ্রাহকরা। যে ভিডিও আপাতত নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল। তবে অনুষ্কার ঘুমনোর জন্য সব দোষ গিয়ে কিনা চাপল খুদে অকায়ের ঘাড়ে! এই মিষ্টি ভিডিও দেখে অনেকে রসিকতাও করে বলছেন, ‘বেচারি খুব ক্লান্ত। ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে।’ কারও মন্তব্য, অকায় সম্ভবত সারা রাত ঘুমোতে দেয়নি। তাই ম্যাচ দেখতে এসে ঘুমোচ্ছেন অনুষ্কা। আবার কারও ধারণা, ‘উনি সম্ভবত নীতা আম্বানির মতো প্রার্থনা করছেন।’ সবমিলিয়ে অনুষ্কার ঝিমনোর ভিডিও নিয়ে সরগরম নেটপাড়া।
anushka slept lolz it was so funny to watch
pic.twitter.com/Q4XkUVHnux
— . (@madhub4la) March 5, 2025
প্রসঙ্গত, এদিনের ম্যাচে দল জিতলেও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বিরাট কোহলির। সেটা কি তাড়াহুড়োর জন্যই? কিং কোহলি বলছেন, “হ্যাঁ।” তাঁর কথায়, “যখন আউট হলাম তখন সেঞ্চুরির আর সামান্যই বাকি। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দু’ওভারের মধ্যে খেলা শেষ করে দিতে। মাঝেমাঝে সে ভাবেই খেলতে চাই। কিন্তু সবসময় সেটা হয় না।” তবে নিজের মাইলফলক ছুঁতে না পারলেও হতাশ নন কোহলি। সাফ বলে দিচ্ছেন, তাঁর কাছে দলের জয়টাই আসল। পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরা ইনিংস। তাহলে কি সেরা ফর্মে ফিরেছেন তিনি? বিরাটের জবাব, “ফর্ম নিয়ে আমি আর মাথা ঘামাই না। এটা তো আপনারা ঠিক করবেন। মাইলফলকের দিকে না তাকিয়ে দলের জয়ের কথা ভাবলে এ ধরনের সাফল্য এমনিই আসবে। দল যা চায় সেটা করতে পারলে আমি গর্বিত হই। মাইলফলক আর আকৃষ্ট করে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.