Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আচমকাই মুম্বইয়ে অনুষ্কা শর্মা! বিরাট কোথায়?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Anushka Sharma returns to Mumbai, video viral
Published by: Akash Misra
  • Posted:September 4, 2024 12:47 pm
  • Updated:September 4, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে অকায় জন্মানোর পর থেকে বিদেশেই রয়েছেন অনুষ্কা শর্মা। এমনকী, দীর্ঘদিন হল অনুষ্কা, মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের সঙ্গে বিদেশে রয়েছেন বিরাট কোহলিও। রটে গিয়েছিল, তাঁরা নাকি আর এদেশে ফিরবেন না। বাক্স-প্য়াঁটরা গুছিয়ে একেবারে নাকি বিদেশেই থাকবেন। এসব রটনার মাঝেই হঠাৎই বুধবার মুম্বইয়ে পা রাখলেন অনুষ্কা। সঙ্গে ছেলে ও মেয়ে থাকলেও, দেখা মিলল না স্বামী বিরাট কোহলির। অনুষ্কার মুম্বই বিমানবন্দরের সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

কয়েকদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছনে পিছনে ঘুরছেন বিরাট (Virat Kohli)। অনুষ্কার (Anushka Sharma) কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, বিরাট একেবারেই বউ ন্যাওটা!

Advertisement

[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]

ক্রিকেট থেকে আপাতত ছুটি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ছেলে অকায়কে কোলে নিয়ে রাস্তায় ঘোরার ভিডিও। লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতে দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সাদা পোশাকে ইস্কনের মন্দিরে যান অনুষ্কা। কোহলির পরনে ছিল কালো টি শার্ট। তবে ইস্কনের মন্দিরে তারকা দম্পতি মবড হননি। আর ভাইরাল শপিংয়ের ভিডিও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে গুরুদায়িত্ব অনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। অতঃপর মা হিসেবে বিরাট-পত্নীর দায়িত্বও বেড়েছে। সন্তান হওয়ার পর আর পাঁচজন মায়ের মতোই যে অনুষ্কারও জীবন বদলে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না! সেই কারণেই এবার অভিনয় নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিরাট-ঘরনি।

অনুষ্কা শর্মার এমন সিদ্ধান্ত শুনে মন ভাঙতে পারে অনুরাগীদের। কী সেটা? অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। ওর পিছনেই বেশিরভাগ সময়টা দিতে চান। তাই এখন আর আগের মতো ছবি করবেন না তিনি। খুব বেছে বেছে কম ছবিতে কাজ করবেন। এবার থেকে বছরে একটা করে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা শর্মা।

অভিনেত্রীর মন্তব্য, “জীবন নিয়ে কোনও আক্ষেপ নেই আমার। যেভাবে জীবন কাটাচ্ছি, তাতে আমি খুব খুশি। একজন অভিনেত্রী বা তারকা হিসেবে, কিংবা মা-স্ত্রী হিসেবে কিচ্ছু প্রমাণ করতে চাই না। আমি শুধু সেটাই করব, যেটা আমাকে আনন্দ দেয়। অভিনয় উপভোগ করি বটে, তবে এখন থেকে বছরে একটা করে সিনেমা করব। পরিবারকে বেশি সময় দিতে চাই। কারণ, ভামিকার এখন আমাকে প্রয়োজন। বিরাটও বাবা হিসবে অসাধারণ। যতটা পারে মেয়েকে সময় দেয়। তবে এটা খেয়াল করেছি যে, বাবার থেকেও ওর এখন আমাকে বেশি দরকার।”

[আরও পড়ুন: স্টেথোর জোরেই ঋজু শিরদাঁড়া, পর্দার নায়ক কিঞ্জল যখন তিলোত্তমায় বিপ্লবের দিশারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement