Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

অন্তঃসত্ত্বা আথিয়াকে আগলে রাখলেন অনুষ্কা! অস্ট্রেলিয়ায় জমজমাট আড্ডা

ভাইরাল দুই ক্রিকেটারপত্নীর ভিডিও।

Anushka Sharma Hang Out with Pregnant Athiya Shetty In Australia
Published by: Sandipta Bhanja
  • Posted:December 29, 2024 7:13 pm
  • Updated:December 29, 2024 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বর মাসেই সুখবর দিয়েছেন আথিয়া শেট্টি (Athiya Shetty)। দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। আর জীবনের এই নতুন অধ্যায়ে প্রতি মুহূর্তে স্ত্রীয়ের খেয়াল রাখছেন ক্রিকেটার কে এল রাহুল। বর্তমানে বর্ডার গাভাসকার ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন রাহুল এবং আথিয়া। আর সেখানেই অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে আড্ডা জমে ক্ষীর সুনীলকন্যার।

ক্রিকেটার স্বামী বিরাট কোহলি এবং কে এল রাহুলের জন্য আথিয়া এবং অনুষ্কাও বর্তমানে অস্ট্রেলিয়াতেই রয়েছেন। সম্প্রতি মেলবোর্নের এক ক্যাফে থেকে ভাইরাল হয়েছে দুই ক্রিকেটারপত্নীর ভিডিও। সেখানেই দেখা গেল আথিয়াকে আগলে সেখানে অনুষ্কাকে প্রবেশ করতে। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে আথিয়া শেট্টির বেবিবাম্প। অনুষ্কা নিজেও দুই সন্তানের মা। মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়ে বিরাটের সঙ্গে তাঁর সুখের ঘরকন্না। অতঃপর অন্তঃসত্ত্বা হওয়ার এই পর্বে যে মেয়েদের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়, সেটা তার ভালোই জানা। অগ্রজের মতোই তাই আথিয়াকে নিয়ে মেলবোর্নের ইতি-উতি ঢুঁ মারলেন তিনি। অকায় হওয়ার পর লাইমলাইট থেকে দূরে থাকতে বেশিরভাগ সময়েই এখন তাঁরা লন্ডনে কাটান। পাপারাজ্জিদের লেন্স থেকে দূরে থাকতে সেখানেই পাকাপাকিভাবে থাকার কথা শোনা যাচ্ছে তাঁদের। তবে এসবের মাঝেই আথিয়াকে নিয়ে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন বিরাটপত্নী।

Advertisement

ক্রিকেটের ময়দানে রাহুলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তবে ব্যক্তিগত জীবনে স্ত্রী আথিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন ভারতীয় ব্যাটার। নভেম্বর মাসের ৮ তারিখ আথিয়া-রাহুল দুজনে একই পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তাঁদের জীবনে সুন্দর এক আশীর্বাদের রূপ নিয়ে আসছে খুদে সদস্য। তারকা দম্পতির সন্তান ২০২৫ সালে ভূমিষ্ঠ হতে চলেছে। তার প্রাক্কালেই প্রেগনেন্সি পর্ব উপভগ করছেন সুনীলকন্যা। এদিকে নাতি হোক বা নাতনি, হবু দাদু সুনীল শেট্টির আহ্লাদে আটখানা। মেয়ে-জামাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। জন্মদিনে সোশাল মিডিয়াতেই একে অপরকে ভালবাসায় মোড়া শুভেচ্ছা জানাতেন তাঁরা। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাঁহাতেই রাহুলের গলায় মালা দেন আথিয়া শেট্টি। এবার ‘পেরেন্টহুডের’ পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement