Advertisement
Advertisement

Breaking News

Anupam Roy

তুরস্কে হট বেলুন রাইডে নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ অনুপম-প্রশ্মিতার! খরচ কত জানেন?

হট বেলুন রাইডে কাপ্পাডোসিয়া ভ্রমণ অনুপম-প্রশ্মিতার।

Anupam, Prashmita enjoys Hot Air Balloon in Cappadocia, Turkey
Published by: Sandipta Bhanja
  • Posted:May 13, 2024 4:34 pm
  • Updated:May 13, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হানিমুন ট্যুরে হট এয়ার বেলুন রাইডের স্বপ্ন থাকে অনেকেরই। তুরস্কের জনপ্রিয় কাপ্পাডোসিয়ায় গিয়ে অনুপম-প্রশ্মিতাও মজলেন মাঝআকাশের রোমান্টিক সফরে। বিয়ের ২ মাস পর হানিমুনে গিয়েছেন তাঁরা। ‘সোহাগে-আদরে’ তুরস্কে বেশ কাটছে বাংলা সঙ্গীতদুনিয়ার তারকাদম্পতির মধুযাপন।

অনুপম রায়ের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই দেখা যাচ্ছে তুরস্ক ট্যুরের গুচ্ছখানেক ছবি। কখনও তাঁদের ফ্রেমে ধরা দিয়েছে ব্লু মস্ক, বসফোরাস আবার কখনও হাগিয়া সোফিয়া। মধুচন্দ্রিমার মাঝে ইস্তানবুলের গ্র্যান্ড বাজারেও ঢুঁ মারতে ভোলেননি অনুপম-প্রশ্মিতা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক স্ত্রী প্রশ্মিতার সঙ্গে হট এয়ার বেলুন রাইডের ছবি শেয়ার করেছেন নেটপাড়ায়। সেখানেই দেখা গেল দম্পতির মিষ্টি ছবি। কাপ্পাডোসিয়ার নৈগর্সিক সৌন্দর্য উপভোগের জন্য এই হট বেলুন রাইড করতে কত খরচ জানেন?

Advertisement

মাথাপিছু এর জন্য খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। তবে ব্যক্তিগতভাবে হট এয়ার বেলুন করতে চাইলে তার খরচ আরও বেশি। ৪ লক্ষ টাকার উপর। শীতকালে অবশ্য খরচ কম হয়। তখন জনপ্রতি ভাড়া কমে দাঁড়ায় ১৫ হাজার টাকায়। যা কিনা সাধ্যের মধ্যেই। ৪৫ মিনিট থেকে ৩ ঘণ্টা অবধি এই উড়ানে কাপ্পাডোসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। অনুপম-প্রশ্মিতাও এই সুযোগ মিস করেননি। হানিমুন ট্যুরে কখনও প্রশ্মিতার জন্য ফটোগ্রাফার হলেন অনুপম রায়। আবার কখনও ইস্তানবুলের গ্র্যান্ড ফ্রেমে স্বামীকে ছবি তুলে দিলেন স্ত্রী গায়িকা।

[আরও পড়ুন: মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার তুলে দিয়ে গর্বিত মিমি, মেয়ে হিসেবে ‘সেরা প্রাপ্তি’]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

মাস দুয়েক হল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অনুপম-প্রশ্মিতা (Anupam Roy, Prashmita Paul)। ২ মার্চ রেজিস্ট্রি করে ছিমছাম সারেন বাংলা সঙ্গীতজগতের দুই তারকা। অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সোশাল মিডিয়াতেও কম চর্চা হয়নি। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি। কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। এবার বিয়ের মাসদুয়েকের মাথায় মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত তারকাদম্পতি।

[আরও পড়ুন: ‘মিঠুন চক্রবর্তীকে বোমা হাতে দৌড়তে দেখেছি…’, বলছেন শিলাজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement