Advertisement
Advertisement

Breaking News

Ankush on Jeet-Prosenjit

‘স্কুল থেকে ফেরার পথে ডিভিডি কিনতাম’, জিৎ-প্রসেনজিৎকে নিয়ে নস্ট্যালজিক অঙ্কুশ

টলিউডের দুই 'দাদা'কে নিয়ে কী বললেন অঙ্কুশ?

Ankush wishes Jeet, Prosenjit for Khakee: The Bengal Chapter trailer
Published by: Sandipta Bhanja
  • Posted:March 12, 2025 7:18 pm
  • Updated:March 12, 2025 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘ইন্ডাস্ট্রি’। অন্যজন টলিউডের ‘বস’ সুপারস্টার। বাংলা সিনেমায় দুই তারকার জুটি বাঁধার অপেক্ষায় যখন অনুরাগীদে তীর্থের কাকের মতো পরিস্থিতি, তখন জিৎ-প্রসেনজিৎকে একফ্রেমে নিয়ে এসে কেল্লাফতে করেছেন বলিউড পরিচালক নীরজ পাণ্ডে। আর মাত্র দিন কয়েক বাকি, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ রিলিজের। তার প্রাক্কালেই টলিউডের দুই ‘দাদা’ জিৎ এবং প্রসেনজিৎকে নিয়ে নস্ট্যালজিক অঙ্কুশ হাজরা।

দুই ‘আইডল’কে নিয়ে বুধবার কলম ধরেছেন অঙ্কুশ। অভিনেতার মন্তব্য, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে দোকান থেকে ডিভিডি কিনে নিয়ে এসে এই দুটি মানুষের সিনেমা দেখতাম। আজ সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে ওঁদের একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার দুই আদর্শ। আমার দুই প্রিয় দাদা জিৎ এবং প্রসেনজিৎ একফ্রেমে। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর জন্য শুভেচ্ছা রইল।’ অঙ্কুশ বরাবরই খোলামেলা। ইন্ডাস্ট্রির সমকালীন অভিনেতাদের সঙ্গে বেশ সুসম্পর্ক তাঁর। সকলের সঙ্গে রসিকতায় মেতে উঠতেও দেখা যায় তাঁকে। এবার জিৎ-প্রসেনজিতের হিন্দি ওয়েব সিরিজের প্রচারের জন্য মাঠে নামলেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি রগরগে থ্রিলারে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ-পরমব্রত চট্টোপাধ্যায়দের মতো একঝাঁক বাংলার তারকাদের।

Advertisement

Khakee: The Bengal Chapter Teaser is out

ট্রেলারে নিঃসন্দেহে চোখ টেনেছে দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিতের দ্বৈরথ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত চট্টোপাধ্যায়। শাশ্বত খলনায়কের ভূমিকায়। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসিতেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই গল্পে কতটা মারাত্মক? ২.৩৭ মিনিটের ট্রেলারে মারকাটারি অবতারে নজর কেড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর ট্রেলার জুড়ে মারাত্মক উত্তেজনার আবহ। বন্দুক, কার্তুজ, খুনোখুনির ঝলকেই দানা বেঁধেছে জমজমাট রহস্য। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে রগরগে দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। এছাড়াও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলারে দেখা মিলেছে ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। আগামী ২০ মার্চ নেটফ্লিক্স-এর পর্দায় দেখা যাবে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’। রিলিজের প্রাক্কালে ইন্ডাস্ট্রির দুই অগ্রজকে নিয়ে আবেগপ্রবণ অঙ্কুশ হাজরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement