Advertisement
Advertisement

Breaking News

Ankush Oindrila

নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তৈরি বেনারসি-পাঞ্জাবি!

'জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ', লিখলেন ঐন্দ্রিলা।

Ankush Hazra, Oindrila Sen to get hitched in New Year: Report

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 30, 2024 9:34 am
  • Updated:December 30, 2024 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, ‘মির্জা’র ব্যবসা হিট হলেই বছরশেষে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। সেকথা রাখেননি। ১৪ বছরের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে? সেদিকেই তাকিয়ে অনুরাগীরা। তবে এবার সম্ভবত বর-কনে রূপে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে (Ankush Hazra, Oindrila Sen) দেখার ইচ্ছেপূরণ হতে চলেছে অনুরাগীদের। জোরকদমে চলছে কেনাকাটি!

শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথমার্ধেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের তারকাজুটি। ঐন্দ্রিলার শেয়ার করা একটি ভিডিও থেকেই প্রথমে জল্পনার সূত্রপাত। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।” বছরশেষের আগেই ঐন্দ্রিলার একটি পোস্টে শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগীদের প্রশ্ন, ‘তাহলে কি উৎসবের আবহেই বিয়েটা সারতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?’ আসলে ভিডিওতে দুই তারকার একে অপরের জন্য কেনাকাটি দেখেই বিয়ের জল্পনা তুঙ্গে। সেখানেই দেখা গেল পোশাকশিল্পী অভিষেক রায়ের বুটিকে শপিং করতে গিয়েছেন তাঁরা। কখনও ঐন্দ্রিলা গায়ে শাড়ি ফেলে দেখছেন তো কখনও বা অঙ্কুশ শেরওয়ানি পছন্দ করছেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত অভিষেকের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এপ্রসঙ্গে দুই তারকার মুখে কুলুপ!

Advertisement

প্রসঙ্গত, অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকী, তারকাজুটির অনুরাগীরাও তাঁদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি। এবার এক ভিডিওতেই বিয়ের জল্পনা বাড়িয়ে দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement