Advertisement
Advertisement
Prosenjit Chatterjee

ফের এক ছবিতে প্রসেনজিৎ-অনির্বাণ জুটি, জুলাইয়ের শেষেই শুরু শুটিং

'দশম অবতার'-এর পর ফের একসঙ্গে টলিউডের দুই তারকা।

Anirban Bhattacharya, Prosenjit Chatterjee to team up for Rahool Mukherjee's film

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2024 5:04 pm
  • Updated:July 17, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দশম অবতার’-এর পর ফের এক সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে। নেপথ্যে এসভিএফ। বুধবারই প্রযোজনা সংস্থার অফিসে শুভ মহরত সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কাস্টও।

সিনেমার নাম এখনও ঘোষণা না করা হলেও পরিচালকের আসনে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। যিনি এর আগে দেব-রুক্মিণীকে নিয়ে ‘কিশমিশ’ পরিচালনা করেছিলেন। এছাড়াও ‘দিলখুশ’ সিনেমার পরিচালনা করেছেন রাহুল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে একফ্রেমে নিয়ে আসছেন তিনি। সম্পর্কের গল্প, চেনা ঘরানার বাইরে গিয়ে এই প্রথম থ্রিলারধর্মী ছবি নিয়ে আসছেন পরিচালক। যার জন্য বেজায় উচ্ছ্বসিত এবং উত্তেজিতও রাহুল। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর জন্য জুটি বেঁধেছিলেন টলিপাড়ার দুই তারকা। প্রযোজনা সংস্থা এসভিএফ এবং অনির্বাণের সঙ্গে আবারও কাজ করার খবরে সিলমোহর বসিয়ে প্রসেনজিৎ লিখেছেন, “আবারও একসাথে।” সব ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

উল্লেখ্য, প্রসেনজিৎ-অনির্বাণের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরিরা। সকলেই বুধবার শুভ মহরতের দিন প্রযোজনা সংস্থার অফিসে উপস্থিত ছিলেন। রাহুল পরিচালিত ছবিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন শমিক হালদার। জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বই থেকে ফিরেই রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এক ধর্ষিতাকে কেন্দ্র করেই আবর্তিত হবে প্রসেনজিৎ-অনির্বাণ জুটির নতুন ছবির গল্প।

[আরও পড়ুন: ঘরোয়া বউভাতে সাবেকি সাজে সোহিনী, শোভনের বাড়িতে ইলিশ, মাটন-সহ রকমারি পদ]

শেষ ‘অথৈ’ ছবিতে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। অন্যদিকে প্রসেনজিৎ বর্তমানে কলকাতা-মুম্বই ছোটাছুটি করছেন। সূত্রের খবর, আবারও বলিউডের বড়পর্দায় দেখা যাবে ‘ইন্ডাস্ট্রি’কে। সেইজন্যই সম্প্রতি মায়ানগরী গিয়ে দিন কয়েক কাটিয়ে এসেছেন। নীরজ পাণ্ডের ‘খাকি ২’ সিরিজে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে ‘জুবিলি’, ‘স্কুপ’ সিরিজে অভিনয় করে বলিউড পরিচালক এবং প্রযোজকদের নজর কেড়েছেন প্রসেনজিৎ। একগুচ্ছ কাজও রয়েছে তাঁর হাতে। রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং শেষ করে আবার ‘খাকি ২’-এর শুটিং শুরু করবেন।

[আরও পড়ুন: মর্মান্তিক! শুটিংয়ে ২০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু জনপ্রিয় স্টান্টম্যানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement