Advertisement
Advertisement

Breaking News

Anirban-Parambrata

অনির্বাণেই ভরসা পরমব্রতর, ‘ভোগ’ সিরিজের গল্প কোন খাতে বইবে?

কবে শুরু হচ্ছে সিরিজের শুটিং?

Anirban bhattacharya in Parambrata Chatterjee's upcoming horror series Bhog
Published by: Sandipta Bhanja
  • Posted:November 11, 2024 2:22 pm
  • Updated:November 11, 2024 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদ প্রতিদিন ডট ইন আগেই খবর দিয়েছিল যে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরবর্তী ভূতুড়ে সিরিজ ‘ভোগ’-এ থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban bhattacharya)। সোমবার সেই খবরেই সিলমোহর। হইচই-এর তরফে পরিচালক-অভিনেতা জুটির ছবি শেয়ার করে ওয়েব সিরিজ সম্পর্কিত নতুন তথ্য দেওয়া হল।

পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য- টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে একফ্রেমে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। পরমব্রত পরিচালিত ‘ভোগ’ সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। অভীক সরকারের লেখা এই গল্পকেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসছেন পরমব্রত। আর সেই হরর সিরিজের কেন্দ্র চরিত্রেই অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। কোন খাতে বইবে এবার গল্প? জানা গেল, এক ব্যাচেলর একাকী মানুষকে নিয়ে এগোবে গল্প। সেই ব্যক্তি কিউরিয়ো শপে হঠাৎ একটি পিতলের মূর্তি পছন্দ হয়। সেই অভিশপ্ত মূর্তির জন্যই এরপর অশুভ শক্তির প্রভাবে তাঁর জীবন দুঃস্বপ্নে পরিণত হয়! বাকি গল্প দেখতে হলে চোখ রাখতে হইচই-এ। 

Advertisement

পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজের জন্য চিত্রনাট্য সাজাচ্ছেন শান্তনু মিত্র নিয়োগী। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। জানা গিয়েছে, একটি চরিত্রে রজতাভ দত্ত অভিনয় করতে পারেন। বাকি কাস্টিং এখনও আলোচনার পর্যায়ে। এদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক কাজ ‘নিকষ ছায়া’ সিরিজটি দারুণ ভালবাসা পেয়েছে দর্শকের। এবার ‘ভোগ’-এর পালা। সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে কেমনভাবে তুলে ধরবেন পরমব্রত? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement