সন্দীপ্তা ভঞ্জ: আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা জিতে ‘ঘরের মেয়ে’ অনসূয়া সেনগুপ্ত এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival 2024)। উৎসবের চতুর্থ দিনে দেখানো হল তাঁর কান-এ জিতে আসা সিনেমা ‘দ্য শেমলেস’। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন। এবার নিজের শহরকে সেই ছবি দেখানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)।
রবিবাসরীয় বিকেলে নন্দনে ‘দ্য শেমলেস’ প্রদর্শিত হওয়ার পর সংবাদ প্রতিদিন ডট ইন-এর মুখোমুখি হয়ে অভিনেত্রী জানালেন, “কলকাতায় বেড়ে উঠেছি। পড়াশোনা এখানে। এবার আমার শহরকে আমার ছবি ‘দ্য শেমলেস’ দেখালাম। নন্দনের পর্দায় যখন ক্রেডিট টাইটেলে আমার নাম ভেসে উঠল, আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার সিনেমা নিয়ে সকলের রেসপন্স দেখে দারুণ লাগছে। এককথায় ‘অসাধারণ’। এর থেকে উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না।” অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’তে দেখা গিয়েছিল অনসূয়া সেনগুপ্ত। অভিনেত্রীর কান জয়ের পর সেই স্মৃতি আউড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাঙালি। কিন্তু তার পর আর কোনও বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে।
কান জয় করে ফেরার পর কি বাংলার পরিচালক-প্রযোজকদের তরফে প্রস্তাব আসছে? অনসূয়া জানালেন, “বাংলা ছবির প্রস্তাব যে আসছে না, তা নয়। সেরকম কোনও চরিত্র পাওয়ার অপেক্ষা শুধু।” কোন পরিচালক বেশি পছন্দের বা কার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রবল? সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে প্রশ্ন যেতেই, অনসূয়া বললেন, “বাংলা সিনেমা করার ইচ্ছে রয়েছে। যদি অঞ্জনদা হয়, তাহলে তো ভালোই হবে। দীর্ঘদিন বাদে একসঙ্গে কাজ করার সুযোগ পাব ‘ম্যাডলি বাঙালি’র পর। আসলে বাংলার বহু পরিচালকের কাজই আমার পছন্দ। তাই যে কোনও একজনের নাম বেছে নেওয়া ভীষণ কঠিন! তবে অপর্ণা সেনের সঙ্গে কাজ করতে চাই ভীষণভাবে।”
চলতি বছর ৩০তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল উদযাপন হচ্ছে। কিফ-এর লিগ্যাসি নিয়েও গর্বিত বঙ্গকন্যা অনসূয়া। অভিনেত্রীর মন্তব্য, “নন্দন ১-এর স্ক্রিনে আমার ছবি দেখানো হয়েছে, ভীর্ষণ গর্বিত। ছোটবেলায় সব ছবিই তো প্রায় নন্দনে দেখতাম। এবার ‘দ্য শেমলেস’ প্রদর্শনের সময়ে সেই নস্ট্যালজিয়া ছুঁয়ে দেখলাম। দর্শকদের তরফে যেরকম সাড়া পেলাম, তাতে আমি আপ্লুত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.