সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ তিনি। অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজক, সব ভূমিকাতেই সমান্তরালে তিনি ‘সব্যসাচী’। কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে অগনিত ক্লাসিক ছবি থেকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রাজ কাপুর। পূর্বসূরীর সেই লিগ্যাসি আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। ভারতীয় চলচ্চিত্রের সেই কিংবদন্তী ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলম ধরলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
রাত পোহালেই ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ। তার প্রাক্কালেই শুক্রবার কিংবদন্তী কাপুরের ‘অনবদ্য শোম্যানশিপ’-এর কাহিনী তুলে ধরলেন অমিতাভ বচ্চন। সিনেমাই ছিল যে মানুষটির ধ্যানজ্ঞান, যে মানুষটি রুপোলি পর্দায় হয়ে উঠেছিলেন আমজনতার কণ্ঠস্বর, তিনি ‘দ্য রাজ কাপুর’। কেন তাঁর সিনেমাগুলিকে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন? নিজের ব্লগে সেসব কথাই তুলে ধরলেন অমিতাভ। লিখলেন, “রাজ কাপুরের লিগ্যাসি তাঁর কাজের মধ্য দিয়েই জীবন্ত হয়ে থাকবে। ওঁর সৃষ্টি চিরন্তন। রাজ কাপুর যাঁর কাছে সিনেমাই ছিল জীবনের অপর নাম। যাঁর সিনেমা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর। গোটা দেশের মানুষেরা আরও একবার বড়পর্দায় ক্লাসিক সিনে-ম্যাজিক দেখার সুযোগ পাবেন। দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা প্রদর্শিত হবে। রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদযাপনে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তাতে আমি আপ্লুত।”
রাজ কাপুরকে আদ্যোন্ত সিনে ব্যাকরণ বললেও অত্যুক্তি হয় না! সেকথাও বিগ বি তাঁর ব্লগে ১৯৫১ সালের ‘আওয়ারা’ সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে জানালেন। যে ছবিতে রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর, নার্গিসও অভিনয় করেছিলেন। সেই সিনেমার একটি ড্রিম সিকোয়েন্স আজও বিস্ময় বালকের মতো চেয়ে দেখেন অমিতাভ। বিগ বি নিজেই জানালেন, ‘আওয়ারা’ ছবিটার আজও আমার মনে গেঁথে রয়েছে। । রাজজির অবিশ্বাস্য শোম্যানশিপ! যেভাবে তিনি ছবিতে ড্রিম সিকোয়েন্সটা সাজিয়েছিলেন, সেরকম দৃশ্য তার আগে আমি কখনও কোনও সিনেমায় দেখিনি। কল্পনাকে কীভাবে বাস্তবের সঙ্গে মিলিয়ে দিতে হয়, সেই বিষয়ে ম্যাজিশিয়ান রাজ কাপুর।” রাজ কাপুরের সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ।
১৯৮২ সাল। মনমোহন দেশাইয়ের ‘কুলি’ ছবির সেটে স্টান্ট করতে গিয়ে গুরুতর জখম হন অমিতাভ। দুর্ঘটনার জেরে যখন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে যুঁঝছেন বিগ বি, তখন তাঁকে দেখতে গিয়ে শ্যাম্পেনের বোতল হাতে ঢোকেন রাজ কাপুর। অতীতে সাক্ষাৎকারে অমিতাভ জানান, “শ্যাম্পেনের বোতল নিয়ে আমার পাশে এসে বসেন রাজজি। তারপরই বলেন- ‘চলো এই বোতলের সঙ্গে আমাদের বন্ধুত্ব, ভালোবাসার পালে আরও একবার হাওয়া দিই।'” ব্যক্তিগতজীবনেও এমনই রসিক মানুষ ছিলেন রাজ কাপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.