Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

‘কত পুরনো বন্ধু…’, আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে মোহিত অমিতাভ, লিখলেন মনের কথা

নিজের ব্লগে অনন্ত ও রাধিকার বিয়ে নিয়ে লিখেছেন বিগ বি।

Amitabh Bachchan on his experience of attending Anant Ambani and Radhika Merchant’s wedding
Published by: Suparna Majumder
  • Posted:July 13, 2024 6:57 pm
  • Updated:July 13, 2024 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে সাধারণত তাঁকে দেখা যায় না। কিন্তু এ তো আর যে সে বিয়েবাড়ি নয়! ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির আদরের ছেলে অনন্তর বিয়ে বলে কথা। যথা সময়ে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সঙ্গে ছিলেন স্ত্রী জয়া, ছেলে অভিষেক, মেয়ে শ্বেতা ও তাঁর পরিবার। বিগ বি-র এই ‘ফ্যামিলি’ পোজে বউমা ঐশ্বর্য ও নাতনি আরাধ্যাকে দেখা যায়নি। সে যাই হোক, অনন্ত-রাধিকার বিয়েতে অনেক পুরনো বন্ধু, পরিচিতদের দেখা পেয়েছেন তিনি। তাতেই মোহিত হয়ে নিজের ব্লগে লিখেছেন মনের কথা।

aMITABH-aMBANI

Advertisement

আম্বানিদের অনুষ্ঠান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিতাভ লেখেন, “দারুণ একটা বিয়েবাড়ি থেকে ফিরলাম। অনেকদিন পর এত ভালোবাসা আর সম্মান পেলাম। কত পুরনো বন্ধু, পরিচিতদের সঙ্গে দেখা হল। তাঁদের চেহারায় পরিবর্তন এসেছে কিন্তু আজও কত আন্তরিকতা আর ভালোবাসা রয়েছে আমাদের সম্পর্ক, অতীতের কাজ নিয়ে। এই তো জীবন… এই ঐকবদ্ধতা, ভালোবাসা আর আন্তরিকতা।”

[আরও পড়ুন: দেড় লাখি আনারকলিতে আঁটসাঁট অন্তঃসত্ত্বা দীপিকা, আম্বানিদের নিশিঠেকে অসুস্থ বোধ করছিলেন!]

সোশাল মিডিয়ায় অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই বিগ বিকে কখনও দেখা গিয়েছে পুরনো সহকর্মী রজনীকান্ত ও প্রিয় ক্রিকেটার শচীন তেণ্ডুলকরের সঙ্গে, আবার কখনও দেখা গিয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনদের সঙ্গে। অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে ‘কভি খুশি কভি গম’-এর স্মৃতি ফিরিয়েছেন শাহরুখ। অনস্ক্রিন মা জয়ার পা ছুঁয়ে প্রণাম করেছেন তিনি।

 

এদিকে, দীপিকা যেন বিগ বিকে দেখে আবারও ‘পিকু’ হয়ে গিয়েছিলেন। দুজনে এক সঙ্গে ‘Kalki 2898 AD’ সিনেমাতেও কাজ করেছেন। সারা বিশ্বে এই সিনেমা ১০০০ কোটি টাকা আয় করে ফেলেছে। সিনেমার সাফল্যের উচ্ছ্বাস দুজনের মুখেই দেখা যাচ্ছিল। কিন্তু এত কিছুর মধ্যেই বউমা ঐশ্বর্য ও নাতনি আরাধ্যাকে ছাড়া বচ্চন পরিবারের বাকি সদস্য যখন বিয়েবাড়িতে এল, তাতে ঘরোয়া বিবাদের জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল।

[আরও পড়ুন: দুর্বল চিত্রনাট্যের বলি কমল হাসানের ‘হিন্দুস্তানি ২’, পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement