Advertisement
Advertisement
Allu Arjun

‘পুষ্পা’র মন্দা কপালে ভাগ্যোদয়, আইনি জটিলতার মাঝেই বনশালির সিনেমায় আল্লু অর্জুন!

সঞ্জয়ের মুম্বইয়ের অফিসে দক্ষিণী সুপারস্টার। কোন সিনেমায় দেখা যাবে বনশালি-আল্লু অর্জুন ম্যাজিক?

Allu Arjun To Be Soon Seen In Sanjay Leela Bhansali’s Film? Viral Video
Published by: Sandipta Bhanja
  • Posted:January 10, 2025 12:15 pm
  • Updated:January 10, 2025 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা ভক্তর মৃত্যুতে আইনি জটিলতা, বিতর্ক, রাজনৈতিকমহলের কটাক্ষ, এহেন যাবতীয় ঝঞ্ঝাটের মাঝেই সুখবর। ভাগ্যোদয় ‘পুষ্পা’র। সূত্রের খবর, এবার বনশালির সিনেমায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে। সঞ্জয় লীলা বনিশালির (Sanjay Leela Bhansali) বিগ বাজেট ক্যানভাসে আল্লু অর্জুনের (Allu Arjun) দাপট দেখতে যে মন্দ লাগবে না, তা বলাই বাহুল্য।

হাজার কোটির গণ্ডি পার করে আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২’। আপাতত সেই সাফল্যে মাতোয়ারা আল্লু অর্জুন। তবে এর মাঝেই বিতর্ক সঙ্গী হয়েছে পর্দার ‘পুষ্পা’র। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অনুরাগীর মৃত্যু মামলায় জেলে একরাত কাটাতে হয়েছে। দক্ষিণী সুপারস্টারকে নিয়ে রাজনৈতিকমহলেও চাপানোতরও কম হয়নি।
অন্তর্বতী জামিনের পর অবশেষে একাধিক শর্তে জামিন পেয়েছেন। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। এসবের মাঝেই বড় খবর! মুম্বইয়ে সঞ্জয় লীলা বনশালির অফিসে আল্লু অর্জুন।

Advertisement

বৃহস্পতিবার সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় আল্লু অর্জুনকে। তবে পুষ্পার মুম্বইতে আগমনের কারণ তখনও জানা যায়নি! পরে বিকেলে বনশালির অফিস থেকে বেরতে দেখেই দুয়ে দুয়ে চার করা যায়। পরিচালকের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টারকে। তবে সেটা রণবীর-আলিয়া, ভিকি কৌশলের ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেই কিনা, সেটা জানা যায়নি। তবে বনশালির অফিসের সামনে আল্লু অর্জুনকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। এখন থেকেই বলিউডের পর্দায় ‘পুষ্পা’র হাইভোল্টেজ পারফরম্যান্স দেখার অপেক্ষায় তাঁরা। সঞ্জয় লীলা বনশালির কোন সিনেমায় দেখা যাবে আল্লুকে? ক্রমশ প্রকাশ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement