Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun House Attacked

আল্লু অর্জুনের বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেস? মুখ খুললেন দলের মুখপাত্র

'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারের দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় তেলেঙ্গানার রাজ্য-রাজনীতি। রবিবার নায়ক আল্লু অর্জুনের বাড়িতে হামলা হয়।

Allu Arjun House Attacked: Congress denied reports of party's involvement in the attack on 'Pushpa 2' actor's home
Published by: Suparna Majumder
  • Posted:December 23, 2024 1:53 pm
  • Updated:December 23, 2024 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’র প্রিমিয়ারের দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় তেলেঙ্গানার রাজ্য-রাজনীতি। আগেই নায়ককে একহাত নিয়েছেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছেড়ে কথা বলেননি। এমন পরস্থিতিতেই রবিবার সুপারস্টারের বাড়িতে হামলা (Allu Arjun House Attacked)। এই হামলার নেপথ্যে শাসক দল কংগ্রেস? প্রশ্ন উঠতেই মুখ খুললেন দলের মুখপাত্র সামা রামমোহন রেড্ডি।

allu-attack-cover

Advertisement

রবিবার বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। অভিযোগ, হামলাকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রীতিমতো তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভিতরে ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা। এই ঘটনার পর ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেকেই জামিন পেয়ে গিয়েছেন।

এর মধ্যেই সোশাল মিডিয়ায় এক হামলাকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ছবি ছড়িয়ে পড়ে। তার জেরেই প্রশ্ন ওঠে, তাহলে কি আল্লু অর্জুনের বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে? এনডিটিভিকে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তেলেঙ্গানা কংগ্রেসের মুখপাত্র সামা রামমোহন রেড্ডি বলেন, “অভিযুক্তদের কেউ কংগ্রেসের সদস্য নয়। যদি কংগ্রেসের কোনও সদস্যদের যোগসূত্র পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তাঁদের সাসপেন্ড করা হবে।”

Viral Ravati pic
সোশাল মিডিয়ায় এক হামলাকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির এই ছবি ছড়িয়ে পড়ে। ছবির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

রবিবার রাতেই আল্লু অর্জুনের বাড়িতে হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।’ পুলিশের তরফ থেকেও কড়া ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল। এদিকে আল্লু এমন পরিস্থিতিতে নিজের অনুরাীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement