সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। কোল আলো করে এসেছে মেয়ে দুয়া। তাকে নিয়েই এখন সময় কাটছে দীপিকা-রণবীরের। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন ‘বলিউড মস্তানি’। তবে জানেন কী, আর পাঁচজন মায়ের মতো তিনিও নানা বিষয় নিয়ে গুগলে সার্চ করেন। নেন প্যারেন্টিং টিপসও।
শুক্রবার আবু ধাবিতে ফোর্বসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ফোনের গুগল থেকে শেষ আপনি কী সার্চ করেছেন? হেসে রণবীর ঘরনি বলেন, “এমন অনেক মা রয়েছেন, যাঁরা গুগলে জানতে চান, সন্তান কখন লালা ঝরানো বন্ধ করবে। আমিও এই বিষয়টিই সার্চ করে দেখেছিলাম নেটে।” মেয়ের সঙ্গে প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন দীপিকা। প্রত্যেকটা মুহূর্ত তিনি চুটিয়ে উপভোগ করছেন। সেই নানা অভিজ্ঞতাই এদিন তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। আর পাঁচ জনের মতো মেয়ের সঠিক প্যারেন্টিং নিয়ে তিনি এবং রণবীরও চিন্তিত।
এক সময় মানসিক অবসাদের সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছিলেন দীপিকা। সেনিয়ে কোনও সময়ই তিনি কোনও রাখঢাক করেন না। এক্স হ্যান্ডেলে মানসিক অবসাদ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। এদিন ফের একবার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, “স্কুলের পর খেলাধুলা, তারপর মডেলিং, তারপর অভিনয়, আমি একটানা কাজ করেছি। ২০১৪ সালে আমি একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যাই। কয়েকদিন পর বুঝতে পারি আমাকে অবসাদ গ্রাস করেছে। এই অবসাদ এমন একটা জিনিস যা আমরা দেখতে পাই না। এটা অদৃশ্য। আমাদের মধ্যে অনেকেই উদ্বিগ্ন বা বিষণ্ণ বোধ করেন মাঝে মধ্যে। কিন্তু আমরা কখনওই জানতে পারি না এর আসল কারণ কী। আমি এটা কখনও কারও সঙ্গে শেয়ার করিনি।”
প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যাসন্তানের আগমন হয় রণবীর-দীপিকা সংসারে। সম্প্রতি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে পাপারাজ্জিদের সঙ্গে আলাপ করিয়ে দেন তাঁরা। তবে একটাই শর্ত ছিল, মেয়ের মুখ আপাতত আড়াল রাখতে হবে। মেয়ের মুখ তাঁরা দেখাননি। এক্ষেত্রে অবশ্য রণবীর-আলিয়ার পথেই হেঁটেছেন দু’জনে। তবে মেয়ের প্রথম ক্রিসমাসে আয়োজনের কোনও খামতি রাখেননি রণবীর-দীপিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.