Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

নবান্নে মুখ্যমন্ত্রী-ঋতাভরী সাক্ষাৎ, টলিউডের যৌন হেনস্তার তদন্তে এবার অরাজনৈতিক কমিটি!

দাক্ষিণাত্যের হেমা কমিটির ধাঁচে বাংলাতেও হেনস্তা রোখার কমিটি তৈরি হোক, এই অনুরোধ ছিল অভিনেত্রীর।

All about Ritabhari Chakraborty Meeting with CM Mamata Banerjee
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2024 9:14 am
  • Updated:September 11, 2024 5:34 pm  

স্টাফ রিপোর্টার: টলিপাড়ায় অভিনেত্রীদের যৌন হেনস্তার বিচার করতে মঙ্গলবার নতুন কমিটি গড়লেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। একই দিনে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অরিন্দম শীলের বিরুদ্ধে ৩৫৪ ও ৫০৪ ধারায় অভিযোগ করেছেন এক অভিনেত্রী। এদিকে এদিন বিকেলে নবান্নে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে আসেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

Mamata-Ritabhari 1

Advertisement

কয়েক দিন আগেই সমাজমাধ‌্যমে ঋতাভরী লিখেছিলেন, ‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না?’ ওই পোস্টের ক্যাপশনে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। তার প্রেক্ষিতেই কি ডাক? নবান্নে বৈঠক সেরে বেরিয়ে সংবাদ প্রতিদিনকে অভিনেত্রী জানিয়েছেন, ‘দিদির কাছে হেমা কমিটির ধাঁচের কমিটি তৈরির অনুরোধ করেছিলাম। আমি যখন পাপুয়া নিউ গিনিতে ছিলাম উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আজকে আলোচনা হল।’

ঋতাভরীর বক্তব‌্য, ‘উনি পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন হেমা কমিটির রিপোর্ট ভালোভাবে স্টাডি করার জন‌্য, আমি একটাই অনুরোধ করেছিলাম দিদিকে যে, টলিউডের যৌন হেনস্তার তদন্তে অরাজনৈতিক, নন-গভর্নমেন্ট, নন-ফিল্ম বডি কাজ করবে। তাতেও উনি সহমত হয়েছেন।’

[আরও পড়ুন: মাঝরাতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে নির্যাতিতার বাবা-মা, বার্তা পাশে থাকার]

ঋতাভরী জানিয়েছেন, ‘এক প্রাক্তন চিফ জাস্টিসকে এই কমিটিতে রাখা হয়েছে। রয়েছেন একজন আইনজীবী, এক মনোবিদও। সরকার, বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নেই সেখানে। যেন পক্ষপাতিত্ব আসার সম্ভাবনা না তৈরি হয়, যাতে মেয়েরা মুক্তমনে রিপোর্ট করতে পারে বা বলতে পারে সে কারণেই এভাবে কমিটি তৈরি করা হয়েছে।’ অভিনেত্রী জানিয়েছেন মুখ‌্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন। এবার ঘটে যাওয়া নির্যাতন বা হেনস্তাগুলোর তদন্ত শুরু হবে।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

ঋতাভরীর কথায়, ‘আজকেই কমিটিটা গড়া হয়েছে, আমার সামনেই দিদি ক‌্যাবিনেটের লোকজনকে বলেছেন, এই কমিটি এবার তদন্ত করবে। আমি অনুরোধ করেছিলাম, যে সরকারি কেউ যেন কমিটিতে না থাকেন, উনি সেই কথা রেখেছেন। এমনও বলেন, দলের কারও নাম উঠে এলেও তিনি শেষ দেখে ছাড়বেন।’ কমিটিতে পাঁচ সদস‌্য রয়েছেন বলে জানিয়েছেন ঋতাভরী। এদিকে নবান্নে সূত্রে খবর, এদিন দুই খ‌্যাতনামা প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

সম্প্রতি তেমন অভিযোগ উঠেছিল পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধেও। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি রিসর্টে শুটিং চলাকালীন এক অভিনেত্রীকে যৌন হেনস্তার শিকার হতে হয়। অভিনেত্রী জানিয়েছেন, পরিচালক তাঁকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে চুমু খান। এই অভিনেত্রীই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় মঙ্গলবার এফআইআর দায়ের করেছেন অরিন্দম শীলের বিরুদ্ধে। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম শীল। তাঁর বক্তব‌্য, ‘একটা দৃশ্য যখন অভিনয় করে দেখাতে গিয়েছি, তখন আমার মুখটা ওর গালে ছুঁয়ে যায়। সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি। তবে যদি খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য আমি দুঃখিত।’

[আরও পড়ুন: ভারতীয় টেবিল টেনিসে ইন্দ্রপতন, প্রয়াত টিটি-র ‘দ্রোণাচার্য’ জয়ন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement