Advertisement
Advertisement
Alia Bhatt

এই দুর্গাপুজোয় নারীশক্তির জয়গান গাইবেন আলিয়া, ‘জিগরা’য় মারকাটারি নায়িকা

রণং দেহি অবতারে আলিয়া ভাট। পুজোয় আসছে 'জিগরা'।

Alia Bhatt shares Jigra Poster, releasing this Durga Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:September 5, 2024 8:10 pm
  • Updated:September 5, 2024 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট।

চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া। পোস্টারেই সেই ইঙ্গিত মিলল। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র প্রথম পোস্টার শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। পোস্টারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।

Advertisement

[আরও পড়ুন: ২০২৪ সালে দেশের সর্বোচ্চ ‘সেলেব’ করদাতা শাহরুখ, কত দিলেন অমিতাভ-সলমনরা?]

জানা গিয়েছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ। যেখানে বাস্কেটবল খেলতে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণও নিয়েছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনওরকম কসরত বাকি রাখেননি আলিয়া। আগামী ১১ অক্টোবর দুর্গাপুজোর মরশুমে আসছে এই সিনেমা। একেই আর জি কর কাণ্ডের উত্তাল আবহে নারীশক্তির কথা মুখে মুখে, সেই প্রেক্ষিতে ‘জিগরা’ বক্স অফিসে কীরকম ব্যবসা করবে? সেদিকে চোখ থাকবে।

[আরও পড়ুন: ‘কিছু লোকের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে মীরের পাঠ, নিশানায় কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement