সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘স্ত্রী ২’ (Stree 2)। রবিবার নয়া মাইলস্টোন ছুঁয়ে রেকর্ড গড়ে ফেলল শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ছবি। মাত্র ৫০ কোটি টাকায় তৈরি হওয়া ছবি দশ দিনেই ৫০০ কোটির গণ্ডী পার করে ফেলেছে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ (Stree 2 Box Office)। এই সিনেমায় নজরকাড়া অভিনয়ের জন্য প্রশংসিত পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও। গোটা বিশ্বে এত কম দিনের ব্যবধানে হিন্দি সিনেমার এমন সাফল্য কিন্তু প্রশংসার দাবিদার।
তবে শুধু শ্রদ্ধা, রাজকুমার বা পঙ্কজ ত্রিপাঠী নয়। স্ত্রী ২-তে কেমিও চরিত্রেই নজর কেড়েছেন অক্ষয় কুমার। আর তার পর থেকেই বলিউডে গুঞ্জন ‘স্ত্রী’ ছবির তৃতীয়ভাগে নাকি খলনায়কের চরিত্রে থাকবেন অক্ষয়! তাঁকে ঘিরেই নাকি ঘটবে নানা ঘটনা!
এই গুঞ্জন কানে গিয়েছে ‘স্ত্রী’ ছবির চিত্রনাট্যকার নীরেন ভাটের। সম্প্রতি এই গুঞ্জন নিয়ে বলতে গিয়ে নীরেন জানালেন, ”হ্য়াঁ, এই গুঞ্জন কিছুটা হলেও সত্য। তবে খলনায়ক নাকি নায়ক, তা ফাঁস করা যাবে না। তবে এটা বলা যেতে পারে স্ত্রী ৩ ছবিতে অক্ষয়ই সব!” এমনকী, শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুরের চরিত্রটি নাকি আর থাকছে না স্ত্রী ৩ ছবিতে। সেই নিয়ে বলতে গিয়ে নীরেন জানিয়েছেন, ”এখনই এই বিষয়ে কোনও কিছু ফাঁস করা যাবে না।”
১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ভারতেই আয় করেছে ৪২৬ কোটি টাকা। প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মস-এর তরফে শেয়ার করা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে ৫০৫ কোটি টাকার ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে ৭৮.৫ কোটি টাকা আয়। সবমিলিয়ে দশ দিনে ৫০০ কোটি টাকার উপরে ব্যবসা করল ‘স্ত্রী ২’। হিন্দি বলয়ের ক্ষেত্রে যা কিনা রেকর্ড ব্যবসা। এই অঙ্ক ছুঁতে শাহরুখ খানের ‘জওয়ান’-এর যেখানে ১১ দিন, ‘পাঠান’-এর ১২ দিন লেগেছিল, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এরও লেগেছিল ১১ দিন, সানি দেওলের ‘গদর’ ১২ দিনে এই অঙ্কের ব্যবসা করতে পেরেছিল, সেখানে মোটে দশ দিনেই ৫০০ কোটির ক্লাবে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’।
প্রথম ছবিতে হাড়হিম করা আতঙ্ক ছড়িয়েছিল স্ত্রী। গাঁয়ের ছেলেরাই তার আক্রোশের শিকার ছিল। তবে এবার প্লটের উলাটপুরাণ। সিক্যুয়েলে আদ্যোপান্ত পুরুষতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশে ‘সরকাটে’ খেল দেখানো শুরু করল। তার টার্গেট শিক্ষিত মহিলা এবং আধুনিকারা। এখানেও সেই ‘রদ্দিমার্কা’ পুরুষতান্ত্রিক ধ্যানধারণাকে বিঁধলেন পরিচালক অমর কৌশিক। মহিলারা শিক্ষিতা এবং আধুনিকা হলেই সংসারের ‘নাশ’! তাই সরকাটে চরিত্রটাকে সেভাবেই তৈরি করলেন। সেই স্কন্ধকাটা ভূত নারীশক্তিকে পরাস্ত করতে তাদের অপহরণ করে নিজস্ব মন্ত্রগুহায় বন্দি করে রাখে সাদা থান পরিয়ে। গল্পের মূল মেরুদণ্ড এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের লড়াই। আর এই অস্থির সময়েই হিট ‘স্ত্রী ২’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.