Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

ভারতের নাগরিকত্ব পেয়ে প্রথমবার ভোট দিলেন অক্ষয়, বেরিয়েই মুখে দেশের উন্নতির কথা

৫০০-৬০০ লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিলেন 'ভারতীয়' অক্ষয় কুমার।

Akshay Kumar Casts FIRST Vote As Indian Citizen In Lok Sabha Election 2024
Published by: Sandipta Bhanja
  • Posted:May 20, 2024 9:24 am
  • Updated:May 21, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ঘুচেছে ‘কানাডিয়ান কুমারের’ তকমা! আর পঞ্চম দফায় (Lok Sabha Election 2024) জীবনের প্রথম ভোট দিলেন অভিনেতা। সাত সকালে ঘুম থেকে উঠেই একেবারে খাকি পোশাকে বুথে পৌঁছে গিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, একেবারে আমজনতার মতোই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল খিলাড়ি কুমারকে।

গণতন্ত্রের উৎসবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয়। বুথ থেকে বেরনোর সময়ে তাঁর মুখের হাসি দেখেই বোঝা গেল সেটা। পঞ্চম দফায় মুম্বইতেও নির্বাচন রয়েছে। আজ শাহরুখ খান, সলমন খানদের মতো অনেক তারকারাই অংশ নেবেন নির্বাচনী প্রক্রিয়ায়। আর সেখানে সকাল সাড়ে ৬টা বাজতেই বুথে চলে গিয়েছেন অক্ষয় কুমার। ভোট দিয়ে বেরিয়েই তাঁর মুখে ভারতের উন্নতির কথা। অভিনেতা বললেন, “আমি চাই আমার ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও পোক্ত হোক সবদিক থেকে। আর সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক। আমার মনে হয়, এবার বহু সংখ্যক ভোটাররা বুথে আসছেন। আমি যখন সকালে এলাম, তখন সদ্য পোলিং বুথ খুলেছে। আর তখনই দেখলাম প্রায় ৫০০-৬০০ লোকের ভিড়।” এদিকে বেলা বাড়তেই বুথে দেখা গেল অনিল কাপুর, অনুপম খের, ইমরান হাসমিদের। ভোট দিতে গিয়েছিলেন সলমন খানের বাবা-মাও। 

[আরও পড়ুন: ‘বিয়েটা হলে…’, জুলাইতেই শোভনের সঙ্গে সাতপাক! কী বলছেন সোহিনী?]

বুথে লাইন দিয়ে অত লোকের মাঝে ভোট দিলেন? সাংবাদিকদের মুখে এমন প্রশ্ন শুনে অক্ষয় কুমারের রসিক জবাব, “তো আমার কী করণীয় ছিল, লাইন ভেঙে ঢুকে যেতাম ভিতরে?” প্রথমবার ভারতের নাগরিকত্ব পেয়ে ভোট দিয়ে কেমন অনুভূতি? এই প্রশ্নের উত্তরে খিলাড়ি জানালেন, দারুণ, “দারুণ একটা অভিজ্ঞতা।” পাশাপাশি ফটোশিকারিদের ক্যামেরার লেন্সের সামনে ভোটচিহ্নও দেখালেন অক্ষয় কুমার। এর আগে কানাডার নাগরিকত্ব ছিল অভিনেতার। বহু চেষ্টার পর গতবছর শেষমেশ ভারতের নাগরিক হয়েছেন তিনি। অক্ষয়ের পাশাপাশি মুম্বইতে সাত সকালে ভোট দিতে দেখা গেল জাহ্নবী কাপুর, তাব্বু, ফারহান আখতারদেরও। 

[আরও পড়ুন: ভোট আবহেই রাজনীতির ভয়ংকর খেলায় দিতিপ্রিয়া! গদি দখলের লড়াইয়ে অভিনেত্রীও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement