Advertisement
Advertisement
Maidaan

চিত্রনাট্য চুরি করেছেন অজয়! ‘ময়দান’ ছবির মুক্তিতে স্থগিতাদেশ আদালতের

১১ তারিখ গোটা দেশে মুক্তি পাওয়ার কথা 'ময়দান'।

Ajay Devgn's Maidaan Faces Plagiarism Allegations By Scriptwriter, Mysore Court Orders Stay
Published by: Akash Misra
  • Posted:April 10, 2024 3:20 pm
  • Updated:April 10, 2024 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই অজয় দেবগনের ‘ময়দান’ ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে ছবির প্রশংসায় পঞ্চমুখ দেশের চলচ্চিত্র সমালোচকরা। ‘ময়দান’ ছবির জন্য বলিউডের সিনেমহল তাঁকে ইতিমধ্য়েই একশো তে একশো দিয়েছেন। তবে এত প্রশংসা সত্ত্বেও, ১১ তারিখ গোটা দেশে ছবি মুক্তি পাওয়ার আগে আচমকাই বিপাকে পড়ল অজয়ের ‘ময়দান’। এই ছবির বিরুদ্ধে অভিযোগ উঠল চিত্রনাট্য চুরির । অভিযোগ তুললেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনাট্যকার অনিল শর্মা।

অনিল কুমার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে তাঁর লেখা চিত্রনাট্য়ই চুরি করে তৈরি হয়েছে অজয়ের ‘ময়দান’।

Advertisement

এক সংবাদমাধ্যমকে অনিল জানান, ”২০১৮ সালে আমি একটা চিত্রনাট্য লিখেছিলাম। সেই অনুযায়ী, একটা পোস্টার তৈরি করে লিঙ্কডিনে শেয়ার করেছিলাম। সেটি দেখে আমাকে বিজ্ঞাপনের পরিচালক এবং ময়দান ছবির সহপরিচালক সুখদাস সূর্যবংশী মুম্বইয়ে ডেকে পাঠান। সুখদাসকেই আমি পুরো চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। উনি বলেছিলেন আমির খানের প্রোডাকশনেই তৈরি হবে ছবিটি। এমনকী, Screen writers Association-এ আমার এই চিত্রনাট্য রেজিস্ট্রার করা হয়।”

Advertisement

[আরও পড়ুন: সিনেমা হল পাচ্ছে না ‘মির্জা’? নেটপাড়ার ‘হল্লা’ নিয়ে সাফ কথা অঙ্কুশের]

অনিল আরও জানান, ”হঠাৎ করেই দেখতে পাই, অজয়ের ময়দান ছবির গল্পের সঙ্গে আমার লেখা চিত্রনাট্যের মিল রয়েছে। আমিও ১৯৫০ সালের একই গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছিলাম। পরে জানতে পারি ময়দানে গল্পটা একটু বদল ঘটেছে। কিন্তু চিত্রনাট্য একই রকম। এমনকী, আমার ছবির নাম রাখা হয়েছিল পদনদুকা।”

জানা গিয়েছে, এই অভিযোগ নিয়ে মাইসুরু আদালতে মামলাও করেছেন চিত্রনাট্যকার অনিল। অনিলের অভিযোগের উপর ভিত্তি করেই ছবি মুক্তির স্থগিতের নির্দেশ দিল মাইসুরু আদালত। 

এই ছবিতে অজয় দেবগন অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি। ম্যাচের দিন তুমুল বৃষ্টি। ভিজে যায় পুরো ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। আর উলটো দিকে খালি পায়ে মাঠে ভারতীয় ফুটবলাররা। কী হবে সেই খেলার? এই সত্যি গল্পই ফুটে উঠেছে বড়পর্দায়।

[আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া ৩’র শুটিংয়ের ফাঁকেই ফ্লুরিজে কার্তিকের পেটপুজো, কী কী খেল ‘রুহ বাবা’?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ